![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই স্বপ্ন লেখালেখি করার। নানান কারণে লেখাগুলো কখনো গোছানো হয়নি। এই ব্লগ আমার সেই এলোমেলো লেখাগুলোকে গোছানোর একটা ক্ষুদ্র প্রয়াস।
জীবনের প্রথম পর্যায়ে মানুষ চায় সময়টা একটু তাড়াতাড়ি যাক, সে তাড়াতাড়ি বড় হয়ে উঠুক। কারণ বড় হলেই অনেক স্বাধীনতা, অনেক আপাত-নিষিদ্ধ কাজ হালাল হয়ে যাবে। এভাবে দিন যায়, সে বড় হয়ে উঠতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ঘাড়ে যখন দায়িত্বের বোঝা বেশি হয়ে যায়, তখন মনে হয় ছোট থাকতেই ভাল ছিলাম। আরও দিন যায়, বয়স বাড়ে। যত দিন যায়, “ছোট থাকতেই ভাল ছিলাম” কথাটা বেশি করে সত্যি বলে মনে হতে থাকে। এবার দায়িত্বের বোঝার সাথে যোগ হয় বাতের ব্যথা, হাই ব্লাড প্রেসার, ডায়েবেটিস অথবা হার্টের সমস্যা। স্বাধীনচেতা খাওয়াদাওয়ায় বাধা চলে আসে, জীবনে না পাওয়া জিনিসগুলো আর না করা কাজগুলো বেশি করে মনে পড়তে থাকে।
বেশিরভাগ মানুষই আমরা অতীত বা ভবিষ্যতে বাস করি, বর্তমানটা আমাদের অগোচরেই কেটে যায়। কিন্তু সময়ের এগুলো নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই। সে তার আপন গতিতেই চলতে থাকে। রাত বাড়বে, হাজার বছরের পুরোনো সেই রাত, তাকে আটকানোর সামর্থ্য মানুষের নেই।
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮
মৌরি হক দোলা বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস....
এমনটাই হয়.....
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
তারেক_মাহমুদ বলেছেন: আমরা কোন অবস্থানেই খুশি নই,ছোট থাকতে মনে হতো ইস কবে বড় হবো আর বড় হলে মনে হয় ইস কেন বড় হলাম।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪
মাশ-নুর বলেছেন: এটাই বাস্তবতা।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনটা সবার ক্ষেত্রেই হয়। এভাবে ভাবতে ভাবতেই একদিন সব কিছুর শেষ হয়...
৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: অনেক গুলো লেখা গুলো পোষ্ট করেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইস যদি সময়ের চাকাটা পিছনে ঘোরানো যেতো !!