নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

দুই মামলার আসামী

২০ শে মে, ২০১৪ সকাল ১১:০২

আমি এখন দুই মামলার আসামী!



১৭ তারিখ পরিবারের লোকজন বিদেশ যায়, ফেরার পথে আমার বাবার গাড়ীর গোলযোগ দেখা দেয়ায় রাস্তার পাশে দাড়ায়, আমার গাড়িও পেছনে থামে। কিছুক্ষণ পরে সার্জেন্ট এসে বলে আমার গাড়ী অবৈধ পার্কিং তাই কেস করে দেয়া হবে। সামনের গাড়ীটা আমাদেরই আর সেটাকে সাহায্য করতে থামা বলাতেও সার্জেন্ট মানলেন না। দিলেন প্রথম কেস!



আজ একটু আগে গাড়ী থামালেন আরেক সার্জেন্ট, বক্তব্য গাড়ীর একদম পেছনের কাঁচ হালকা কালো কেন? দিলেন আরেকটা কেন, যদিও গাড়ীর ভেতরে আমার রুপসী বৌ আর সুন্দর স্কুল ড্রেস পরা ছেলেকে দেখা যাচ্ছে, তবু সার্জেন্ট নাকি ভেতরে দেখতে পাওয়া যায়না অভিযোগ করে দিলেন দ্বিতীয় কেস!



শুনলাম এইসব মামলার প্রাপ্ত টাকার ৪০% নাকি যিনি কেস দেন তিনি পাবেন। আর এইদিকে আমি দুই মামলার আসামী।



সকলের দোয়া প্রার্থী!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.