![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্বের হয়না কোন রঙ
বন্ধুত্বের বয়স বাড়েনা
বন্ধু তোমার আমি তাই
আত্নীয়তায় বেঁধ না!
অঞ্জন দত্তের এই গানটার পুরো সুবিধা বন্ধু (পড়ুন বান্ধবী) দের কাছ থেকে নিয়েছি।
সেই নার্সারি তে লেখাপড়া জীবনের শুরু তে এক বান্ধবী, যার রঙ পেন্সিল নিয়ে নিতাম শুধু গোল্লা গোল্লা চোখে পানি দেখার জন্য। পরে একসময় দেখা হয়েছিল, ওজনে চোখগুলো কেমন চাইনিজ হয়ে গেছে (দীর্ঘশ্বাস)।
স্কুলের বান্ধবী গুলা স্কুলে কোনদিন কেন যেন ঠিকমতন কথাই বলল না, আজো এক অজানা রহস্য। এখন ভালই কথা বলে।
পুরুষ-শাসিত কলেজ জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে এলাম। আবারো এক দঙ্গল বান্ধবী। কেউ ফটোকপি করে দেয়, তো কারো কাছ থেকে খাবার এমনকি ধোঁয়ার টাকাও নেই। কেউ উপদেশ দেয়, কেউ আড্ডা মারে তো আবার কেউ নাক শিঁটকায়। আজো রয়ে গেছে ওরা, কেউ মনে, কেউ ফোনে, কেউ ফেসবুকে, আর একটা অফিসে আমার সামনের ডেস্কে!
এর বাইরেও কিছু বান্ধবী, যাদের সাথে কখনো গান বাজনা, কখনো বিতর্ক, কিংবা বন্ধুর প্রেমিকার বান্ধবী সূত্রে পরিচয়, তাদেরি বা ভুলি কিভাবে? এর মধ্যে এক ডাক্তারনি, ওর খোঁজ করি স্বার্থপরের মত শুধু ঝামেলায় পড়লেই!
আলাদা কোন বান্ধবী দিবস তো নাই, তাই বন্ধু দিবসেই তোমাদের / তোদের একটু মনে করলাম। আত্নীয়তায় বাঁধা না তাতে কি, বন্ধু (আবারো পড়ুন, বান্ধবীইইই) তো বন্ধুই!
সব বন্ধু-বান্ধবী কে বন্ধু দিবসের শুভেচ্ছা!
©somewhere in net ltd.