![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালই চাকুরি করে শাহনেওয়াজ, বন্ধু মহলের আর কলিগদের নেওয়াজ। মোটা না হলেও মাসকাবারি বেতন যা পায়, সংসার ভালই চলে। মাসের বাজার মাঝে মাঝে আগোরা, মীনাবাজারে করা আর মাসে একবার বা দুইবার মেয়ে-বৌ সহ বসুন্ধরা সিনেপ্লেক্সে যাওয়া বা বাচ্চার খেলার যায়গার অজুহাতে গুলশানের ফাস্টফুডে ঢুঁ মারা হয়। বাবা মা আর ভাই-ভাইয়ের বৌ সহ আপাত একান্নবর্তী সংসার তাদের।
এবারের ঈদটা শ্বশুরবাড়ী করার পরিকল্পনা রোজার আগে থেকেই। বৌয়ের বড় ভাই অনেক বছর পর দেশে বৌ বাচ্চা নিয়ে আসবেন, তাই বৌ আর রাজশাহী তে সংসার পাতা শালীর প্ল্যান এবারের ঈদ টা চিটাগাংয়েই করবে। বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় আর অনেকদিন পর বিদেশ ফেরতা ভাইয়ের সাথে বোনদের বেশি সময় কাটানোর সুযোগ করে দিতেই আগেভাগে বৌ-মেয়েকে বাড়ী পাঠিয়ে দিল নেওয়াজ।
অফিসের রোস্টার ডিউটির প্যাঁচে ঈদের আগের রাতে ডিউটি করে ঈদের দিন যাওয়ার প্ল্যান করল, সেভাবেই টিকেট করে ফেলল।
ঈদের দিন রওনা হল, গন্তব্য চট্টগ্রাম। আগের রাতের ডিউটি, তাই বাসে ঘুম-ঝিমুনি দিয়েই যাওয়ার প্ল্যান। কানে আইফোনের ইয়ারপ্লাগ দিয়ে গান ছেড়ে ঘুম। ঘুমটা ভাঙলো একটা ঝাঁকি খেয়ে। কিছুই বুঝতে পারছেনা নেওয়াজ। এসি বাস, জানালা বন্ধই, কিন্ত বাইরে সব দেখা যাচ্ছে কিভাবে বুঝল না, সারা শরীরে প্রচন্ড ব্যাথা। আশেপাশে চিৎকার চেঁচামেচি। শরীর নড়াতে পারছেনা।
আচ্ছা, নেওয়াজ ভাবে, মারা গেলাম কি? ব্যাগ টা কই আমার? উদ্ভট কিছু কথা মাথায় ঘুরছে… ব্যাংকে কিছু টাকা জমেছে, একাউন্ট নম্বরও তো বৌ জানেও না। লাইফ ইন্সুরেন্স এর শিমুল এর নম্বর ও জানেনা! কিছু হয়ে গেলে কিভাবে মেয়েটার লেখাপড়া হবে? ডিসেম্বরে একটা ভালো স্কুলে ভর্তি করানোর প্ল্যান, ডোনেশনের টাকাটা তো ইন্সুরেন্স এর ৬ বছর পর যে টাকাটা তোলা যায় সেটা থেকেই ম্যানেজ করার কথা। সেপ্টেম্বর এ পাওয়ার কথা। আমি মরে গেলে শালা আমার বাসার লোকজনকে চিনবে তো?! আর অন্য টাকাগুলা পাবে তো ওরা? লাখ দুই এর মত টাকা এক কলিগ কে দিয়েছিল, ফেরত দেবে ঈদের পর। সেটা পাবে তো? ব্যাগে একটা সারপ্রাইজ হীরার আংটি ছিল, ছোট, ঈদে ডায়মন্ড ওয়ার্ল্ড এর অফারে ১২ হাজারে কেনা…
মোটামুটি ভাল ছাত্র, সফল চাকুরীজীবী… ঈদে একটা সংখ্যা হয়ে গেল।
খবরে প্রকাশ: ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত আর অনেকে আহত
©somewhere in net ltd.