নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

এইচ এস সি ফলাফলের দিন, ২০১৪

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

আজ থেকে প্রায় বছর ১৬ আগের এই দিন



“রেজাল্ট কি?”

ফার্স্ট ডিভিশন

“লেটার?”

নাই

“বায়োলজি থাকলেও ডাক্তারি পড়তে পারতা”

(ব্যাপারটা এমন, বায়োলজি নিয়ে রেজাল্ট খারাপ করলে ডাক্তারি পড়া যায়!)

আমি চুপ

“খাসীর মত শরীর নিয়ে তো ডিফেন্সেও যেতে পারবানা”

আমি চুপ

(ধরণী একটু বড় করিয়া দ্বিধা হও, আমি তোমার মাঝে আমার বিশাল বপু লুকাইয়া বাঁচি)



আজকে রাত থেকে খাওয়া বন্ধ

(তাহলে কি আমি শুকায়ে ডিফেন্সে যেতে পারব!)

আর এইসব কোচিং ফোচিংএর নামে বাইরে আড্ডা মারা বন্ধ। বাসায় পড়ে ইউনিভার্সিটি তে চান্স পাবা এরপর খাওয়া জুটবে এই বাসায়।

ব্যাপক টেনশনে পড়ে গেলাম। রিজার্ভে কোচিং থেকে মারা কিছু টাকা আছে কিন্ত তা দিয়ে তো ২-৩ মাস খাওয়া চলবেনা! চিন্তা করে আরো ক্ষিদা লেগে গেল!



সেদিন ভাল-মন্দ অনেকে অনেক কথা বলেছে। পূর্ব রেজাল্টের সূত্র ধরে এক মামা-মামী শার্টও গিফট এনেছিল (কি লজ্জা!)। দুদিন বাদে খাওয়া-দাওয়াও শুরু হয়েছিল (আব্বা কে একটু লুকিয়ে, অনেকটা সিগারেট খাওয়ার মত করে, জানে কিন্তু চোখে পড়েনাই স্টাইলে)।



আমার বন্ধু (এবং বান্ধবী) ভাগ্য অসম্ভব ভাল। বয়সে বড় তাদেরই একজন বলেছিল, “এই রেজাল্ট এর ভ্যালু আসলে সামনের ৬ মাস। এরপর সব আবার সমান। দিন শেষে যেখানেই পড়িস, সেখানের রেজাল্ট কিছুটা, আর ভাল চাকরী, এইটাই শেষ কথা। রেজাল্ট এর খারাপ লাগা বাদ দে। দুইদিন পরে এইটা চিন্তা করে নিজেই হাসবি।”

খুব কমন সাধারণ কথা, কিন্ত সময়মত কানের কাছে বলা টা জরুরী। চেষ্টা করলাম বলতে।



যাদের রেজাল্ট ভালো হয়েছে, অভিনন্দন সবাইকে। আর যাদের খারাপ হয়েছে, জীবন শেষ হয়ে যায়নি, শুরু হচ্ছে। বায়োলজী ছাড়া খাসীর মত শরীর নিয়ে যদি আমার মত নিম্ন মেধার মানুষ জীবনে দাঁড়াতে পারে, তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরাও পারবে।

সামনের দিনগুলো সুন্দর, শুভ আর নিরাপদ হোক তোমাদের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: রেজাল্ট পাওয়ার জন্য একটি লিংক দিলাম কাজে লাগলে লাইক দিবেন।
HSC Result Link

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

এনটনি বলেছেন: অনেক ধন্যবাদ শরীফ ভাই। কারো না কারো কাজে অবশ্যই লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.