![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাখালী কলেরা হাসপাতাল থেকে বাস-স্ট্যান্ডের দিকে একটু এগোতেই হাতের বাঁয়ে দোকান টা।
ছেলেটার বয়স কত হবে? ৮-১০?
দুই পাশে দুটো কফিন, দোকানে কিছু মোমবাতি গোলাপজল আর কাফনের কাপড় নিয়ে বসে আছে।
বিক্রি হলে খাওয়া জুটবে হয়ত।
অপরিচিত কারো মৃত্যুর জন্য কেমন উদাস অপেক্ষা!
২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০
এনটনি বলেছেন: এই সময়গুলোতে খুব অসহায় লাগে নিজের কাছেই
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু না বলেও অনেক কথা বলে দিলেন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮
এনটনি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: অথচ কত সুন্দর হতে পারত এ জীবন
কে নেবে দায়, এযে সৃষ্টির তিক্ত নয়ন ।