![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা খারাপ! সে সময় এক ক্রিশ্চিয়ান দম্পতি বন্ধুর দাওয়াত সেরে বাড়ীর পথে ফিরছে। পথিমধ্যে ISIS এর লোকজন পথ রোধ করে আটকালো তাদের।
একে ISIS তার মধ্যে এই দম্পতি ক্রিশ্চিয়ান, টেনশনে স্ত্রী তার স্বামীকে বলল, "এবার কি হবে?"
উত্তর দেয়ার আগেই ISIS কর্মী জিজ্ঞাসা করল
"কোথা থেকে আসছ তোমরা?"
স্বামী: বন্ধুর দাওয়াত থেকে ফিরছি
ISIS: তোমরা কি মুসলিম?
স্বামী: জ্বি, আমরা মুসলিম
ISIS: ঠিক আছে, তাহলে আমাদেরকে কুরআন থেকে কিছু শোনাও তো!
স্বামীটি চোখ বুজে বাইবেল থেকে কিছু লাইন শোনালো!
ISIS কর্মী বলল, "ঠিক আছে, তোমরা যেতে পারো!"
রওনা দেয়ার পর স্ত্রী নতুন জীবন পাওয়ার খুশিতে স্বামীকে জিজ্ঞেস করল, "তুমি কিভাবে বুঝলে যে ওরা ধরতে পারবেনা এভাবে?"
স্বামী একটা আস্বস্ত করা হাঁসি দিয়ে বলল "কারন ওরা প্রকৃত মুসলিম না! প্রকৃত মুসলিম হলে ওরা নির্বিচারে এভাবে মানুষ হত্যা করতনা!"
২| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪
মুক্তকণ্ঠ বলেছেন: কে এম শিহাব উদ্দিন বলেছেন: এটা কি জোক্সস লেখার প্রচেষ্টা ছিল ??
/ /
/
৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
এনটনি বলেছেন: ঠিক জোকস লেখার না, একটু বাস্তবতা আর সত্য জানানোর চেষ্টা বলতে পারেন
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬
কে এম শিহাব উদ্দিন বলেছেন: এটা কি জোক্সস লেখার প্রচেষ্টা ছিল ??