নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কথা… মাথা ব্যাথা…

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

মাথায় এলোমেলো ভাবনা ঘুরে বেড়াচ্ছে। কোনটার সাথে কোনটার মিল নেই। কিন্ত সব একসাথে ঘুরপাক খাচ্ছে!

১। গতকাল তিনটি মৃত্যু সংবাদ পেলাম। একজনকে ব্যক্তিগতভাবে চিনি। Milton Akbar ভাই, দেশের ব্যান্ড সংগীতের প্রথম দিককার সফল দুটি ব্যান্ডের সাফল্য পাওয়া সময়ের ড্রাম বাদক। অপরজন প্রথতযশা সাংবাদিক জনাব জগলুল আহমেদ। নিজ ক্ষেত্রে অবশ্যই স্বরণীয়। সর্বশেষজন শিল্পী কাইউম চৌধুরী। উনাকে ছোটবেলায় কয়েকদিন স্কুলে দেখেছি, উনার ছেলেকে স্কুল থেকে নিতে আসতেন। বড় হতে হতে জেনেছি উনি কতখানি বিশাল মানুষ। সেল্ফি কালচার থাকলে উনার সাথে শ-খানেক ছবি তোলা সে সময় আমাদের জন্য কোন ব্যাপারই ছিলোনা!

যেকোন মৃত্যুই কষ্টের, দুঃখের। কিন্ত সব মৃত্যু সংবাদ মনে হয় ঠিক মার্কেট পায়না। মিল্টন ভাইয়ের খবর ফেসবুক ছাড়া কোথাও পেলাম না। যতদিন এ দেশের যন্ত্র-শিল্পীরা এরকম “অচ্ছ্যুৎ” থাকবে, এ দেশের সংগীত রাস্তার পাশেই পড়ে থাকবে!

২। “A for Apple” এর appeal মনেহয় “স্বরে অ তে অজগর” এর চেয়ে বেশি! নাহলে দেশের সবচেয়ে বেশি গ্রাহকের মোবাইল অপারেটর তাদের ইন্টারনেট এর প্রচারে সেই দূর পাহাড়ে বিজ্ঞাপনের শেষে ইংরেজিটাই শেখানো শুরু করলো কেন?

৩। ডিসেম্বর আসলেই সবার দেশপ্রেম আর বাংলা প্রেম বেড়ে যায়, যেটার শুরু হয় আজকাল লাল-সবুজ কাপড়ে “আ-মরি বাংলা ভাষা” লেখা দিয়ে, আর শেষ হয়ে যায় ক্রিসমাস পালনের সার্বজনীনতায়। এর বেশি দেশপ্রেম আর ভাষা প্রেম টানলে তো “থার্টি-ফার্স্ট” টা ছুটে যাবে!

মাথাটা বেশিই ব্যাথা করে আজকাল। টাইগার বাম, নিক্স, এক্স শেষ করে কক্সবাজারে বার্মা থেকে আনা একটা বাম (balm) বেশ কাজ দিচ্ছিল, এটাও কাজ দিচ্ছেনা। পৃথিবীর সবচেয়ে কড়া বাম কোথায় পাওয়া যায়? নাম কি? মাথা ব্যাথাটা কমানো দরকার…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এত্তোসব চিন্তার দায়িত্ব আপনাকে কে দিয়েছে X(( X(( X(( =p~ =p~ =p~


একটা পেইন কিলার খেয়ে ঘন্টা ২ ঘুমান, সব ঠিক হয়ে যাবে।







আমাদের দেশ প্রেম এই পর্যায় পৌছেচে যে, জাতীয় পতাকার মধ্যে নিজেন ছবি দিয়ে প্রোফাইল পিকচার দেই। কোন ভাবে কি সম্ভব এই দেশ প্রেম থেকে এই গাধা গুলার বের করে আনা?




লেখায় +++

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

এনটনি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ১৩ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.