নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

শুভ ইংরেজি নব-বর্ষ 2015

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

২০১৪ সালতামামি

ভেজাল: প্রথম দিনেই বাড়ী বদল, যদিও বাসা পুরোপুরি বদলযোগ্য ছিলোনা

পরিবর্তন: মোবাইল, চাকুরী

ব্যার্থতা: কিছু মানুষকে ইচ্ছা থাকা সত্বেও সামর্থ্যের অভাবে সাহায্য করতে না পারা (কেউ করতে চাইলে ইনবক্স করেন)

সাফল্য: কলেজের ফাজিলগুলাকে কয়েকবার একসাথে আড্ডার জন্য একসাথে করতে পারা

ধারাবাহিতা: বাদ্য-বাজনা

প্রশান্তি: আমার ছেলে মাইকেল জ্যাকসন, ইউটু আর মেয়ে পিংক ফ্লয়েড, কুইন এর গান শোনে

অশান্তি: বান্ধবীরা সব বুড়ি হয়ে যাচ্ছে

ক্ষতি: দেশপ্রেমিক দলের ছাত্ররা নিজেদের গন্ডগোলে আমার গাড়ী ভাংলো

লাভ: Love কিংবা লাভ কিছুই নাই রে মমিন

ধরা: ছেলের গল্প ফেসবুকে দিয়ে ১২০০ চকলেট কেনার ধাক্কা

পেয়েছি: অনেক ভালো বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষিণী

হারিয়েছি: পরিচিত গুণী মানুষ

উপলব্ধি:
১। Morning doesn’t always show the day
২। যায় দিন ভালো, আসে দিন খারাপ -ঠিক না
৩। Life is not a race… You won’t become a broken আন্ডা if you don’t always come first

বাস্তবতা: মাস এবং বছর শেষ। সকালে অফিস, নতুন বছর, নতুন কোয়ার্টার, নতুন টার্গেট।


2013 was a curse
2014 was a mess
What else remains?
2015 will be fully blessed?

Let’s see …

Wish you all a very Happy New Year

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.