![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮৯-৯০ সালের দিকে চাকুরি সংক্রান্ত কারনে আমার বাবা জার্মানি তে যান এক বছরের কিছু বেশি সময়ের জন্য। তাঁর সে সময়ের বয়সের কারনেই বোধ হয়, তিনি সেখান থেকে একটা টি-শার্ট নিয়ে আসেন নিজের পড়ার জন্য। সামনে কিছু শিল্পিতভাবে অর্ধ-নগ্ন শ্বেতাঙ্গিনী! ছবির উপরে একটু ক্যারিকেচার করে ইংরেজি তে কাঁকড়া বিছা টাইপ কিছু লেখা।
আমার আম্মা মহা ত্যাক্ত বিরক্ত বিদেশ ফেরত পতিদেব এর এহেন কার্যক্রমে। টি-শার্ট কে একটা ভদ্রস্থ চেহারা দেয়ার জন্য দোকান থেকে কাপড়ে আঁকার রং তুলি কিনে এনে আম্মা সকল স্বল্প-বসনাকে প্রায় হিজাব করিয়ে দিলেন। আব্বাও খুশি খুশি সেই টি-শার্ট পড়ে শ্বশুরবাড়ী, মানে আমার নানাবাড়ী দেখা করতে চলে গেলেন।
১৯৬৫ সালে তৈরী হওয়া রক ব্যান্ড টার সাথে আমার পরিচয় সেইদিনই। বাপের বয়সী লোকদের গানের কথা, সুর, বাজানোর ধরন প্রথম দেখি টিভিতে, ৯০ এর বিটিভি তে।
এরপর ইংরেজি গান শোনার পরিধি বাড়ানো, ঘটনাক্রমে গান বাজনা করা, আর আজ ৫০ বছরের বুড়োদের গান নিয়ে একই রকম মুগ্ধতা!
শুভ অর্ধ-শতক পূর্তি ব্যান্ড স্করপিয়ন্স
#Scorpions
#Klaus Meini
#HardRock
#WindofChange
#SendmeandAngel
#TobeWithYouInHeaven
#LoveDrive
#HitBetweenTheEyes
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭
এনটনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৪
পেন্সিল স্কেচ বলেছেন: প্রিয় ব্যান্ডের নিয়ে লেখা দেখলে ভালো লাগে : p ধন্যবাদ