নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

দাদী-নাতীর "জোকস"

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

খুব উত্তেজিত হয়ে আমার ছেলে আসল রাতে খাবার পর। চোখ-মুখ জ্বল জ্বল করছে। এসেই বলে, একটা "জোকস" বলবে! আমি বললাম, বল।

"এক দেশে একটা লোক ছিল, লোকটা খুব মোটা, এত মোটা যে ওর শুধু পেটই দেখা যায় দূর থেকে আসার সময়"
আমি চোখ সরু করে শুনছি, গল্পটা ঠিক কোনদিকে যাচ্ছে!
ছেলে বলতে থাকল
"লোকজন ওই মোটা লোককে দেখলেই পঁচায়ে জিজ্ঞেস করত, কি ভাই, এই ট্যাঙ্কি টার দাম কত?
কিন্ত লোকটা মোটা হইলেও খুব মজা করে কথা বলত।"
আমি আরো চোখ শরু করে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, "তারপর"?
ছেলে বলল
"লোকটা উত্তর দিল, ট্যাঙ্কির দাম আগে ভালই ছিল, এখন কমে গেছে। (পিছের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে) ট্যাঙ্কির পিছে এখন একটা ফুটা হয়ে গেছে তো!"

এই ছেলের ভবিষ্যৎ কি?!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
হাহাহা... ট্যাঙ্কির ফুটায় দাম কমে গেছে :D !

শুভকামনা আপনার আর আপনার ছেলের জন্যে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

এনটনি বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.