নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

পিতৃ শিক্ষনীয়!

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

আমাদের বাপদের কাছে আসলে অনেক কিছু শেখার আছে!



সেবার আমার বাবা অফিসিয়াল কাজে দেশের বাইরে যাবে। “জেদ” ধরার ব্যাপারটা বাড়ীতে শুধু আম্মার জন্য বরাদ্দ ছিল, তাই আমাদের ভাগে তা জুটতনা বলে একটু মিনমিনে গলায় আব্বাকে যেয়ে “অনুরোধ” করলাম, বললাম আমিও যেতে চাই।



আমার বাবা আমাকে বিদেশে যাওয়ার নেতিবাচক দিকগুলো বুঝাতে শুরু করলেন। সারমর্ম যা দাঁড়ালো, প্লেন এ উঠার পরেই পারলে একটা কড়াই, কিছু তেল-মসলা, বাজার, সাবান দিয়ে দিবে। সেখান থেকেই নিজের রান্না, কাপড় ধোঁয়া নিজেকে করতে হবে। আর হ্যা, ওইখানে কিন্ত শুধু হেঁটে চলাফেরা করে সবাই।



সিদ্ধান্ত নিলাম, বিদেশের গুল্লি মারি, বেড়াতেও যাবনা। সব ছোটলোকি কাজ কারবার। বরং একটু খারাপই লাগল তখন, আমার বাবা জার্মানি, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ইটালি আর ফ্রান্স এ কি কষ্টটাই না করেছে ১৮ মাস ধরে।



কপাল ফেরে এবার একটু যেতে হলো বাইরে। প্রায় একই তরিকা ছেলে-মেয়ের সাথে করলাম। বুঝালাম বিদেশ যাওয়া আর বাথরুমে বন্ধ করে রাখার মধ্যে পার্থক্য সামান্যি! এরপর শুরু হলো খেলা।



ছেলে বলে স্কাইপে বাথরুম দেখাও, রাস্তা দেখাও, ভিডিও করে আনো। মেয়ে বলে বেসিনের কল ছেড়ে পানি দেখাও, কমোড ফ্ল্যাশ কর! পুরাই উল্টা ফাঁপর। যুগোপযোগী কিছু বের করতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: হাহা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.