![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আপনি কি ভূমিকম্পে এফেক্টেড এলাকার মধ্যে পড়েন?
বন্ধুদের জানান ঠিক আছেন”!
শুধু এইটুক পড়ে এর উত্তর “হ্যা” হতে পারে, কেননা আপনার পায়ের নীচের মাটি কেঁপেছে, যখন ভূমিকম্প নেপালে হচ্ছিল। উত্তর “না” হতে পারে, কেননা “এফেক্টেড” বলতে যা বোঝায় তার মধ্যে আপনি পড়েন না, অথবা বিস্তারিত তে বলা আছে এটা ভূমিকম্পের উৎপত্তিস্থল এর বাইরের জন্য প্রযোজ্য না!
ফেসবুকে একটা “এপ” খোলা হয়েছে যেখানে ভূল করে ঢাকায় বসে অনেকে নিজেকে “সেফ” মার্ক করেছেন। সমস্যা নেই, Unchecked করে ফেলুন। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি।
যাঁরা ফেসবুকে নিজেদের বুদ্ধির।তুবড়ি ছোটাচ্ছেন, আর মনে করছেন একটা ফেসবুক App এ না বুঝে তালিকার বন্ধুটি কেন যে চেক-ইন করল, এতে তো “জাতি-কূল-মান” সবই গেল, যান না, প্রত্যেকের “কমেন্ট” এ বুঝিয়ে দু’লাইন লিখে আসুন।
©somewhere in net ltd.