![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
বেশ আগে সোমালিয়া নিয়ে একটা প্রায় নির্দোষ কৌতুক চলত। কৌতুকটা এমন
"একবার বিড়ালদের কুস্তি প্রতিযোগিতা হচ্ছে। সেখানে একটা ডোরাকাটা বিড়াল সবাইকে হারিয়ে স্বর্ণপদক জয় করে নেয়। জয়ের পর অনুভূতি প্রকাশ করতে বলায় ডোরাকাটা বিড়াল বলে, আমি হচ্ছি সোমালিয়া থেকে আসা বাঘ; না খেতে পেয়ে বিড়ালের মত হয়ে গেছি। তাই বিড়ালদের সাথে কুস্তি করে কিছু খাবারের ব্যবস্থা করছি!"
বাঘকে বাঘের খোরাকি দিতে হয়, নাহলে তাদের কাছে বাঘের মত আচরণ চাওয়াটাই বোকামি।
২.
খবর মারফত জানতে পারলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য স্পন্সর এর টেন্ডার আহ্বান করা হচ্ছে/হয়েছে। সর্বনিম্ন দর ৩০ (ত্রিশ) কোটি টাকা। মাত্র। "এ" দল এবং মহিলা ক্রিকেট দল এর আওতাভুক্ত (scope) এর মধ্যে থাকবে। দুই বছরের জন্য, তার মানে বছর হিসেবে আরো কম!
ত্রিশ কোটি টাকা বেশ বড় অঙ্ক। কিন্ত আসলেই কি এটা কোন টাকা? যে দলে পৃথিবীর সেরা অলরাউন্ডার টা খেলে, যে দলটা কোন হেঁজিপেঁজি মাজুল দল না তাঁদের জন্য!
একবার তো বাঘকে খাবারের জন্য সাহারা মরুভূমিতে নামতে হলো, এবার দেশের বাঘের দেশেই খোরাকি টা মিলবে তো?
#BangladeshCricketTeam
:: অফ-টপিক (Addendum) ::
হঠাৎ সৌদি আরবে রোজার আগে ঠিক কোন পেশার/কাজের জন্য শুধু নারী শ্রমিকের দরকার পড়ল? তাও ২০-৩০ হাজার?!!!
এঁদেরও কোন বাঘের খোরাকি করে পাঠানো হচ্ছে না তো!?!!
©somewhere in net ltd.