নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

চেনা…অচেনাজন

২১ শে মে, ২০১৫ রাত ৮:৩৪

বৃষ্টিতে ভিজে চুপশে রাস্তায় দাঁড়িয়ে আছি, হাতে বাচ্চাদের জন্য কেনা চকলেট।
হঠাৎই পাশ থেকে “যথেষ্ট” সুন্দরী এক মেয়ে প্রায় লাফ দিয়ে পড়ল,
“তুমি এন্টনি না?”
“হ্যা”…আমি আর কিছু বলার আগেই
“আল্লাহ কত বছর পর! তুমি এত ভদ্র কাপড়চোপড়ে কেন? চাকরি কর? গান বাজনা ছেড়ে দিছ?”
আমি “হ্যা চাকরী করি, গান-বাজনা ঠিক করা হয়না” বলতে বলতেই
“হাতে এত চকলেট কার? ছোট ভাইয়ের?”
আমি “হ্যা সাথে ছেলে-মেয়ের…” আর মাথায় ঘুরছে কে এই মেয়ে! মনে পড়েনা কেন?!!
“বাচ্চাদের?? বিয়েও করে ফেলছ? সংসারী? কবে?”
আমি বললাম “এইত, প্রায়…”
শোন, তোমার নম্বর দাও, গাড়ীতে উঠে ফোন দিচ্ছি”
আমি “০১৭৬৬৬৯৬৫২৩৩, একটা মিসডকল… ”
মুখের কথা মুখে থাকতেই বলল “ফোন দিচ্ছি দাঁড়াও, গেলাম”

কিছুক্ষন দাঁড়িয়ে থেকে বাড়ীর পথ ধরলাম, মোবাইলটা বের করে সাথে সাথেই বুঝলাম, দু’টা নম্বর গুবলেট করে ভুল নম্বর দিয়েছি। কোনদিনই ফোন আসবেনা।

সপ্তাহ শেষের হঠাৎ বৃষ্টির মতই, ভিজিয়ে দিয়ে গেল, চেনা সেই অচেনাজন!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৫

মহাকাল333 বলেছেন: সপ্তাহ শেষের হঠাৎ বৃষ্টির মতই, ভিজিয়ে দিয়ে গেল, চেনা সেই অচেনাজন! বাহ!! দারুন লিখেছেন..

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২৮

এনটনি বলেছেন: ধন্যবাদ :)

২| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ফোন না দিলে কি হতো?

মিথ্যা জীবনের অংশ হয়ে গেছে?

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২৯

এনটনি বলেছেন: বুঝলাম না ভাই...

৩| ২১ শে মে, ২০১৫ রাত ১১:৫০

বটের ফল বলেছেন: ছোট্ট পোষ্ট, কিন্তু গভীরতা অনেক । ++++++

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:৩০

এনটনি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.