![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃহস্পতিবার দিনটা একটু ঘোলাটে, বিকেলটা পাগলাটে, সন্ধ্যা হয় মায়াবী!
আজ সন্ধ্যার একটু আগেই অফিস থেকে নীচে নামলাম। একই বিল্ডিংয়ে কর্মস্থল এক বড় ভাইয়ের, তার সাথে দেখা। গল্পচ্ছলে দু’জনের হাতেই বদভ্যাসের আগুনটা জ্বলতেই পাশ থেকে নরম গলার আওয়াজ
“এক্সকিউজ মি, আপনার কাছে ৫০০ টাকার ভাংতি হবে?”
আমি পকেটের কথা ভাবতে ভাবতেই বড় ভাই এর পকেটে হাত, মানিব্যাগ বের করলেন। মেয়েটার দিকে তাকিয়ে হেসে বললেন
“পুরোটা নেই, তবে ৪০০ টাকা আছে। আপনি চাইলে আমি বাকি টাকা বিকাশ বা ফ্লেক্সি করে দিতে পারি আজ রাতেই!”
টেলিকমে কাজ করা বড় ভাইয়ের এই অভাবনীয় প্রস্তাবে আমি থতমত খেয়ে গেলাম! এই বোধহয় মেয়েটা বেকায়দা কিছু বলে বা করে বসে! কিন্ত মেয়েটা হেসে দিল। বলল
“আপনাকে বিশ্বাস করা যায়?!”
বড় ভাই পাল্টা হাসি দিয়ে বললেন “হয়ত যায়!”
মেয়েটি মোবাইল নম্বর দিল, আর বলল, “শুধু ফ্লেক্সি করলেই চলবে, পেলে আমি জানিয়ে দেব।”
বৃহস্পতিবার সন্ধ্যাগুলো আসলেই মায়াবী, রহস্যময়ী!
©somewhere in net ltd.