![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ ফুরফুরে মেজাজে এবার ঈদ'টা হবে তরিকের। নতুন চাকরী সাথে ঈদ বোনাস। তাই বরাবরের মতই এবার কিছু কেনাকাটা করার পরেও হাতে টাকা রয়ে গেছে, এর উপর অফিসের সবার তালে তালে একটা ক্রেডিট কার্ডও করা হয়ে গেছে।
পুরোদস্তুর মাল্টিন্যাশনাল না হলেও ভাব-চক্কর আছে কোম্পানির। তরিক ঢাকার ছেলে হলেও চাকরী সূত্রে ঢাকার বাইরে কাজ করে। ঈদে বা ছুটিছাটায় ঢাকায় আসে। বিয়ে-থা করেনি তাই খুব খারাপ লাগেনা, একটা পিকনিক ভাব নিয়েই সময়ও যায়।
ঢাকা ফেরার পথে রাস্তাগুলো কেমন তালি মারা থাকে। ঈদ উপলক্ষে রাস্তায় খানা-খন্দ সাময়িক ভরাট করা থাকে, আর থাকে বাসগুলার প্রতিযোগিতা! বাস চালকদের মনেহয় বলা থাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া দিনে কমপক্ষে ২ বার ট্রিপ দিতেই হবে। তরিকের প্ল্যান, ঢাকা পৌছে আগে মার্কেটে যাবে। ঈদের আগের দিন রওনা দেয়া ছাড়া উপায়ও ছিলোনা, কাজের হিসাব, তার সাথে টিকেট পাওয়ার হিসাব। যাক, তাও রওনা দেয়া তাও গেল।
প্রায় সন্ধ্যা, সারাদিনই বাসে বসা। কানে মোবাইল থেকে গান ছেড়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আর ঘন্টাখানের পথ। চোখ দুটি বুজে এল প্রায়...
এরপর চোখ খুলবে কি বুজেই যাবে, তা পাঠকের কল্পনা আর প্রার্থনার উপরেই ছেড়ে দিলাম...
তবু মানুষ বাড়ী পৌছায়, পথে দেরি হলেও... এই আশাতেই প্রতিবার ফিরে যায়, ফিরে আসে...
শুভ হোক সবার ঈদ!
©somewhere in net ltd.