নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

ঈদের অনুষ্ঠান, ঈদ উল ফিতর ২০১৫

১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১

সেবার রোজার ঈদের ঠিক আগের দিন রাতে আমার সবচেয়ে ছোট ভাই টিভির ভলিউমের সুইচের ভেতরে শলার ঝাড়ুর কাঠি ঢুকিয়ে দেয়। বের করতে যেয়ে কাঠির ছোট টুকরা ভেঙ্গে ভেতরে থেকে যায়। আর টিভির আওয়াজ বাড়ানো যায়না, শুধু কমানো যায়! বিটিভির যুগে ২১ ইঞ্চি টিভির রিমোট কোথায় হারিয়ে গেছে কেউ জানেনা! চাঁদ রাতে আম্মা পরদিনের জন্য পায়েশ আর মুরগীর রোস্ট রাঁধতে যেয়ে এই দুঃসংবাদ পেয়ে ড্রয়িংরুমে ছুটে আসে। টিভির এই দুর্দশাগ্রস্ত অবস্থায় আম্মা প্রায় ভেঙ্গে পড়ে, রক্তচাপ বেড়ে যায়, রান্নাঘরের চুলায় রোস্ট পুড়ে যায়। প্রায় ছলছল চোখে আম্মা বলে, “এখন ঈদের নাটক আর আনন্দমেলা কিভাবে দেখব??”
আমি অস্ফুটভাবে ভাবে বলি, “ব্যান্ড শো…”

ঈদের দিন!
রাত ৮ টার খবরের পর আম্মা সাফ জানিয়ে দিল, যেহেতু হালকা করে আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই নাটক শুরু হলে কেউ কোন আওয়াজ করতে পারবেনা। করলে তাকে টিভির ঘর থেকে বের করে দেয়া হবে। ল্যান্ড-ফোনের রিংগার বন্ধ করে সবাই পিনপতন নিস্তব্ধতায় টিভি দেখতে বসলাম। পোলাও-মাংশের ঢেঁকুর তোলার শব্দে একবার চোখ রাঙানী খাওয়া ছাড়া আর বিশেষ ঝামেলা হয়নি। যথাযথ ভাব গাম্ভীর্য, উৎসাহ ও ঊদ্দীপনা নিয়ে ঈদের অনুষ্ঠান দেখা শেষ হয় আমাদের। ঈদের প্রায় ১ সপ্তাহ আগে থেকেই জেনে যেত সবাই, আনন্দমেলারর উপস্থাপক কে এবার, নাটকের নাম কি আর মূল চরিত্রে কে! ব্যান্ড শো তে কারা আসছে তারহীন গীটার কী-বোর্ড নিয়ে! ২১ ইঞ্চির বোকা বাক্সে প্রায় শব্দ ছাড়াই কি চাঞ্চল্য! এখন অনুষ্ঠান দেখার খেই পাইনা, দেখা শুরু করলেও বিজ্ঞাপনে হারিয়ে যাই। বাঁকানো স্ক্রীনের টিভির সাথে কাঁপানো হোম থিয়েটারে চ্যানেল ঘুরাতে ঘুরাতেই ঈদ শেষ।

শিশুদের অনুষ্ঠানের গান আজো কানে বাজে…

“ঘুরে ফিরে, বারে বারে
ঈদ আসে ঈদ চলে যায়
ঈদ হাঁসতে শেখায়, ভালোবাসতে শেখায়
ত্যাগের মহিমা শেখায়”

ঈদ মুবারক!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

মন্নুবেগ বলেছেন: ওই দিন গুলি এখন অতীত । বিটিভির ঈদের অনুষ্ঠানসূচি খাতায় টুকে রাখা :) । না জানি মিস হয়ে যায় । মাঝে মাঝেই বিটিভি দেখতাম আর নিউজ পেপার হাতে হাহাকার করতাম অমুক অমুক চ্যানেল গুলিতে ইদ উপলক্ষে তমুক নাটক / অনুষ্ঠান দিবে ।

বর্তমানে রিমোট হাতে চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে হাত অবশ হয়ে যায় । এক বস্তা বিজ্ঞাপন আর একেক চ্যানেল এর টুকরো টুকরো অনুষ্ঠান দেখে মাথা তে চক্কর আসে । কোন নাটক বা অনুষ্ঠান মজে যাওয়া জিনিস টা আর হয়ে ওঠেনা !

২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: কই গেলো ওইসব স্বপ্নের দিন। মিসাই রে ভাই, খুব মিসাই।

ঈদ মুবারাক! :)

৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৮

এনটনি বলেছেন: ঈদ মুবারাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.