![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরম-সরম মানুষটা বাংলা পড়াতেন কলেজে, আর আমরা করতাম বান্দরামি। তাই প্রায়ই লেকচার বাইরে থেকে এমন শোনা যেত
“আমরা জানি যে, তোপসে মাছের সুন্দর গন্ধ…এই ছেলে কথা বলেনা কথা বলেনা; কথা বললে তো আমরা কেউ কিছু বুঝতে পারবনা, না?”
কে শোনে কার কথা! কলেজে তাঁদের আমরা স্যার না বলে ফাদার’ই বলতাম। ফাদার তাঁর অসংখ্য সন্তানদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে!
মানুষটাকে শেষবার দেখা যাবে আগামীকাল রবিবার, ২৬ জুলাই বিকেল ৪ টায়, বিকেল চারটায়, আমাদের প্রিয় নটরডেম কলেজ প্রাঙ্গণে।
ফাদার বকুলের মরদেহ নটরডেম কলেজ প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে।
RIP Father Bakul
২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯
এনটনি বলেছেন: হ্যা; ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৮
মাঘের নীল আকাশ বলেছেন: কী বলেন??? স্যারের তো খুব বেশী বয়স ছিল না!!!