![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিমা’রা সারা সপ্তাহ কাজ করে, পিতৃ-মাতৃ-ভ্রাতৃ সহ যাবতীয় দিবসের জন্য যেদিন সময় পায়, তা হলো রবিবার। মোটামুটি সারা বিশ্ব জয় করে যখন বাংলাদেশে দিবসগুলো পৌছায়, ততক্ষনে আমরা সাপ্তাহিক ছুটি শেষ করে ঘুম ঘুম চোখে কাজে যাই, আর ফেসবুকে লিখি “Happy…. ‘s Day”। সে যাই হোক, যতক্ষণ ঝামেলা না হচ্ছে, দিবস চলতেই পারে। তাই বন্ধুদের সবাইকে আজ “বন্ধু দিবস” এর শুভেচ্ছা।
তবে…
বন্ধু দিবসের প্রায় ৮০/৯০ ভাগ প্রচারণা ও অনুষ্ঠান দেখে শুনে কেন যেন মনে হয়, এটা ঠিক “বন্ধুত্বের” মধ্যে রাখা যাচ্ছেনা। হ্যা, বাবা-মা-ভাই-বোন-স্বামী-স্ত্রী বন্ধু হতেই পারে, এমনকি প্রেমিক-প্রেমিকাও! কিন্ত কিছু মানুষ আছে যারা শুধুই বন্ধু, এর সাথে আর কিছু নেই! বন্ধু দিবসে আমার সেই বন্ধুদের কথা মনে করে শুভেচ্ছা জানাই।
এবার আসল কথায় আসি, আমার জীবনে বান্ধবীদের অবদান অনেক। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি কিংবা অনেক অযৌক্তিক আবদার, এই বান্ধবীরা সবসময়ই মেজাজ খারাপ করে ভ্রু কুঁচকে আমার জন্য সমর্থক হিসেবে ছিল। আজকের দিন’টা শুধুই তাদের জন্য, যারা কারো বোন, কন্যা, মাতা, স্ত্রী আর আমার শুধুই বন্ধু (বান্ধবী)!
বন্ধুত্বের হয়না কোন রঙ
বন্ধুত্বের বয়স বাড়েনা
বন্ধু তোমার আমি তাই
আত্নীয়তায় বেঁধ না!
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০
জাহিদ নীল বলেছেন: বন্ধুত্বের হয়না কোন রঙ
৩| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
এনটনি বলেছেন: আসলেই তাই!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন:
বান্ধুবিদের মতো বড়ো বন্ধু এই পৃথিবীতে হওয়া সম্ভব না। ওরা শুধুই দিয়ে গেছে কখন কিছু চায়নি ... টাকা লোন নিয়ে শোধ দেয়া তো দূর বিপদে পড়লেই হাত পাততাম ওদের কাছে প্রতিনিয়ত।