![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের বিশেষ দিনগুলোতে সাধারণত গানের শিল্পীরা অনুষ্ঠান ছাড়তে চায়না, পারলে দু’টা অনুষ্ঠান করে, তৃতীয়টার অগ্রিম নিয়ে রাখে। শুধু আমার কথায় এমন এক বিশেষ দিনের অনুষ্ঠানে গান গাইতে হবে বলে অগ্রিম ছাড়াই ঢাকার বাইরের অনুষ্ঠান হাতে নিয়ে অন্য কোন শো হাতে নেয়নি, কিন্ত পরে অনুষ্ঠানটাই হলোনা। অন্য কেউ হলে দু’চার কথা শুনিয়ে দিত। কিন্ত গানের জগতের বন্ধু স্বীকৃতি এমন মানুষই না, পরে ফোনে কথার সময় হেসে দিয়ে বলল “থাক, এবার অনুষ্ঠান না করে মেয়েকে সারাদিন সময় দেই!” সেই হাসিখুশি মানুষের আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুখ ঢেকে হাসপাতালে দিন কাটাতে হচ্ছে।
অভিমানী শিল্পী লাকি ভাই, অসুস্থ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন। ফুঁসিফুঁস ও হার্টে পানি জমেছে তাঁর।
ক’দিন ধরেই সব ওলটপালট খবর।
কোন কারনে সবকিছুর দাম সরকার বাড়িয়ে দিয়েছে। গ্যাস, বিদ্যুৎ সহ সরকারী চাকুরেদের বেতন সব। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারনে খরচ প্রত্যক্ষভাবে বেড়ে গেছে, আর সরকারী চাকুরেদের বেতন বাড়ার কারনে খরচ বেড়েছে পরোক্ষভাবে। যদিও এই খরচ বৃদ্ধিতে কিছু বন্ধ হয়ে যায়নি বলে অনেকেই বলছেন। এর সাথে শুরু হলো শিক্ষার উপর ট্যাক্স। সেটাও তো চলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধ হয়ে যায়নি, চলছে। সেখানে গুলিও চলছে।
কেউ বলছে এটাই প্রাপ্য, কেউ বলছে সব ঠিক আছে। একদলের চোখে ঠুলি, আরেকদলের চোখে সর্ষেফুল।
মাথা চক্কর দেয়া এই বৃহস্পতিবার, সপ্তাহ শেষে কোন হিসাবই মিলছেনা।
সবাইকে সপ্তাহান্তের শুভেচ্ছা!
©somewhere in net ltd.