নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন আবেগী!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

সেই ছোটবেলা থেকেই আমার পছন্দের দিন বৃহস্পতিবার, অনেকটা শীতকালের মত। ছুটি ছুটি আমেজ চলে আসে বিকেল থেকে, আর ঘটতে থাকে অঘটন!

বিকেলে বসেছিলাম এক বন্ধুর অফিস সংলগ্ন খাবারের দোকানে। প্রকৃতির সৌন্দর্যের সাথে নীরবতার সুযোগ নিতে সেখানে প্রায়ই অনেকে আসে বোঝা যায়। কপোত-কপোতীর সাথে সাথে বেশ কিছু শিয়াল-মুরগীও দেখা যায়, বলাই বাহুল্য।

হঠাৎই দুই বুড়ো-বুড়ির আগমন। হয়ত সন্ধ্যা কাটাতে। কিছু কথা কানে আসছিল, কান খাড়া করে আরো কিছু বোঝার চেষ্টা করলাম। সময় কাটাতে আসে এখানে, বসে থেকে চলে যায়। প্রায় চুপ করে থাকল দু’জন! কিংবা হয়ত একজন আরেকজনের দিকে তাকিয়েই কথা বলে বুঝে নিল।
ইঁদুর দৌড়ের জীবনে কি তবে অশীতিপর হতে হবে, নিজের মত করে একটা সন্ধ্যা পেতে?

বৃহস্পতিবার সন্ধ্যাটা হয় ঘোলাটে, কখনো পাগলাটে, একটু কি মায়াবীও? কেমন এলোমেলো লাগে নিজেকে, বুঝ দেই, আবার মনেহয়, নাহ, হবেনা!

তাইই হবে, নাহলে কেউ কানে ইয়ারফোন গুঁজে পাশে সুন্দরী (প্রাক্তন) বান্ধবী রেখে জানালা দিয়ে সন্ধ্যার আকাশ দেখে?
মানুষ আসলে খুবই নিঃসঙ্গ প্রাণী!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.