![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিফটের দরজা বন্ধ হলো…মধ্য দুপুর…
“এদিকে আসো”
– এই না…কি?
“কি আবার? জানোনা?”
– না এসব কি?
হ্যাঁচকা টানে কোমর ধরে টানল ছেলেটা…মেয়েটা আসতে চায় না, বাধাও দেয়না! কিন্তু বলে
“আই কি করো…”
– হাত ধরব!
“কোমর ধরে টেনে এখন হাত?!”
– হুমম
“মেয়ে দেখলেই ধরতে ইচ্ছা করে না?”
– মেয়ে দেখলেই না, তোমাকে…
মেয়েটা লিফটের বোতামের উপর সংখ্যার দিকে তাকালো….৩-২…নামছে…
আস্তে করে বললো
“আই কয়টা বাজে?”
২| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১
এনটনি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: গুড| হাত ধরার জায়গাই আর খুঁজে পেলেন না! হাত ধরে হাঁটে মানুষ! আপনি আকাশে উঠতে চান!