![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“কি চাও?”
– তোমাকে
“কেন?”
– দেখব
“কি দেখবা?!!”
– তোমার চোখ
“সুন্দর না তো”
– জানি, তাও দেখব
“আচ্ছা! আর?”
– হাত দেখব, আঙুল
“এটা দেখার কিছু? এরপর পা দেখবা, না?”
– হ্যা, দেখাও
“এইসব কি? পাগলামি! বাচ্চা আমরা?”
– আমি এমনই
বিরতি
নিঝুম রাতের শেষ প্রহরের শেষ সময়…
– তোমাকে দেখব
“দেখছো না? আবার কি?”
– এখন দেখব
“আচ্ছা নাও, দেখো!”
– কি মায়াবী!
“ঘুমাও, সকাল হচ্ছে। অফিস কিভাবে যাবা?”
– যাব কোনভাবে
“সারাদিন খারাপ যাবে”
– যাক
“পাগলামি করেনা!”
– কোলে শুই?
“… … ”
সূর্যের প্রথম রশ্মি পিছে, আর সামনে মায়াবী মুখ।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭
এনটনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সময় করে পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬
মেজদা বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ