নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত বোধন!

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬

সামনে এসে দাঁড়ায় সে, প্রথমবার!
ছেলেটা হাঁটতে যেয়ে আচমকা থেমে যায়। এই সেই? আলতো করে নাক টা ধরে… ইচ্ছে ছিল হাতটা ধরার, কথাও ছিল তাই।
মেয়েটা নড়েনা। শুধু বলে
“দেখেনা আশেপাশে সবাই”?

পাশে পাশে হেঁটে চলে কিছুদূর, আশে পাশের মানুষ দেখে বোঝেই না এদের আজ প্রথম দেখা। দেখে মনে হয় বেশ পুরনো, আর মানানো জোড়া। কিছুদূর যেয়ে পাশাপাশি বসে। কথা বলে, গল্প করে। দেখে মনেহয় ওদের আশেপাশে কেউ নেই। কোথাও কোন জড়তা নেই ওদের!

হঠাৎ মেয়েটা বলে, “পানি খাবো”।
ছেলেটা নিজের আধ খাওয়া পানির গ্লাস বাড়ায়, মেয়েটা স্বাভাবিকভাবে খেয়ে নেয়।
আশেপাশের কেউ বোঝেনা প্রথম দেখা! কেমন যেন মানানো জোড়া!

যাবার সময় হয়, মেয়েটা বলে “কই, আমাকে আগায়ে দাও! রাত হচ্ছে না? আর হাত ধরলানা কেন?”
ছেলেটা এগিয়ে দিতে দিতে হাত ধরে, বাইরে থেকে আলাদা কোন চাঞ্চল্য দু’জনের কারো মধ্যেই চোখে পড়েনা, দেখে মনে হয় এই দৃশ্যই এই দু’জনের মধ্যে স্বাভাবিক, কেমন যেন মানিয়েও গেছে জোড়া’টা।
“শক্ত করে ধরো না, কেমন মানুষ তুমি?”
– ধরেই আছি তো!

কিন্তু জোড়া যে “জোড়া’ না, জানে শুধু সে, আর ও!

তবু, এ কেমন অধিকার? কোন সম্পর্কে?!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭

মোঃ হৃদয় শেখ বলেছেন: ভালো হয়েছে কিন্তু উপরে বানানের কিছু সমস্যা আছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

এনটনি বলেছেন: একটু ধরিয়ে দেবেন প্লিজ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.