নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

C.N.G এর...

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

লিফটের সেই মেয়েটার কথা মনে আছে? ওই যে, কাছে যেতেই মুখ ঘুরিয়ে নেয়…হ্যাঁচকা টান দিয়ে কাছে আনতেই বলে বসেছিল “কয়টা বাজে?”

দিন গড়িয়েছে, মেয়েটা এখন আর মুখ ঘুরিয়ে নেয়না, বরং বলে “হ্যা, দাও”…বাধা দেয়না। প্রথম প্রথম, তাই ছেলেটার বুঝি একটু অস্বস্তিও হয়, বাধা আসেনা বলে। তবে মুখে না বললেও খুশিই হয়। পরিস্থিতি একই রাখতে সে আর মেয়েটার “না” শোনেনা।

ঠিক একই আবেগ চলছে প্রায় সপ্তাহের উপরে হলো! ঢাকার সি.এন.জি’গুলো কেমন মিটারের ভাড়াতেই যাচ্ছে। প্রথম “হ্যা দাও” এর মতই বুকে এসে বাড়ি খাচ্ছে তাদের রাজী হওয়াটা! মুখ ফসকে “কত দিব” বলে ফেললেও আবার সম্বিত ফিরে পেয়ে বলছি, মিটারে যাব, নাহলে না।

ওই মেয়েটার মতই, সি.এন.জি’ওয়ালাদের কিন্ত আর ছাঁড় দেয়া যাবেনা। তাহলে দু’জনেই বেঁকে বসবে!

Whether you think you can or whether you think you can’t, you’re right

সি.এন.জি ওয়ালা ন্যায্য ভাড়ায় যাক, আর মেয়েটা লিফট থেকে ছেলেটার হাত ধরেই বের হোক…
কখনো ভালোবাসার মর্জি, কখনো স্রষ্টার!
বড়ই আবেগী, ঘোলাটে আজকের দিন'টা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

মাকড়সাঁ বলেছেন: Valo laglo.
Amra nijra sokto hola CNG driver ek din thik soja hoyea jaito

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

এনটনি বলেছেন: ভাল বলছে ... আসলেও তাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.