নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

বছরের প্রথম বৃহস্পতিবার, ২০১৬!

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

প্রতিবছরের মত এই বছরটাও শীতকালেই শুরু হয়েছে, এবং ভবিষৎবাণী করা যায়, আগামী ১০০ বছরেও নতুন বছর শীতকালেই শুরু হবে।

ছোটবেলায়, যে সময়টা স্কুলে পড়ি, বছরের শুরুতে আমরা বই পেতাম না। বই আসতে সপ্তাহ এক-দুই লেগে যেত। স্কুলের সবচেয়ে মজার সময় ছিল সেইটা (ক্লাস ১০ ছাড়া)। কোন কোন সময় খারাপ যেত, বার্ষিক পরীক্ষার ফল খারাপ হলে (প্রায় বছরই হতো)! তখন বিকেলে বাইরে বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দিত পিতৃদেব। স্কুল'টা খুললে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসত।

স্কুলের প্রথমদিনেই পিতৃদেব ফাঁপর দিতেন, বড় ক্লাসের কারো কাছ থেকে অংক বই এনে এগিয়ে রাখলেও তো রেজাল্ট ভালো হয়! এভাবে বড়দের আর ছোটদের সাথে যোগাযোগ শুরুর মাধ্যমেই আমার নেটওয়ার্ক তৈরীর হাতেখড়ি, সন্দেহ নেই।

চাকরি করতে এসে এখনো বছর শুরু হয়, স্মার্টনেসের পরিক্রমায় এখন আর বলে দিতে হয়না পিতৃদেব কে, নিজ গরজেই প্রায় ১ মাস আগে থেকে নতুন বছরের কাজের পরিকল্পনা শুরু করে দেই, এগিয়ে রাখি "অংক" টা, যেন বছরের ফলাফল ভাল হয়। কাজ আর কর্মদাতাকে ভালবেসেই এই অংক'টা মিলিয়ে যাচ্ছি প্রায় ১ যুগ! লাভ হচ্ছে কি তাতে? কোথাও কি তবু শূন্যতা তৈরী হচ্ছে?

নতুন বছরে কাজ কে ভালোবাসব, কর্মদাতাকে না! কে জানে, কবে কর্মদাতা আমাকে ভালোবাসা বন্ধ করে দেয়!
Yes, I am a Lion and I work for money, if you want loyalty, hire a Dog.

দৃঢ়প্রতিজ্ঞ এই বৃহস্পতিবার।
সবাইকে নতুন বছরের প্রথম সপ্তাহান্তের শুভেচ্ছা।

শুভ সপ্তাহান্ত!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

তানভীর আহেমদ মন্টু বলেছেন: খুব ভালো লাগল আমার মত ব্রিহস্পতিবার পাগল মানুষ হিসেবে নিজেকেই মনে করতাম তাই ভালো লাগল........

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

সুমন কর বলেছেন: আপনাকেও নতুন বছরের প্রথম সপ্তাহান্তের শুভেচ্ছা .... !:#P

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: বছরের প্রথম সপ্তাহান্তের শুভেচ্ছা। এইটা ভাল লাগলো - সপ্তাহে সপ্তাহে নতুন নতুন প্রতিজ্ঞা করে এগুনো। জাস্ট অসাম। :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: আমি পরিকল্পনা করে চলতে পারিনা, তাই করিওনা।

যা করার হুটহাট করে ফেলি।

আপনাকেও নতুন বছরের প্রথম সপ্তাহান্তের শুভেচ্ছা

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা রইল।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

এনটনি বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.