নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো গোছালো বৃহস্পতিবার!

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

:: ক্ষোভের কথা ::
ভালো খেলে কেউ হারেনা! যে ভালো খেলে সেই জেতে। কাল খেলা দেখিনি তাও হেরেছি। কারন খারাপ খেলেছি।

:: আশার কথা ::
যেদিন বাঘ শিকার না পেয়ে ক্ষুধা নিয়ে ঘুমায়, সেদিন রাতেও সে বাঘই থাকে!

:: হতাশার কথা ::
বাঘ বাঘ করে নাচতে নাচতে নীচে দিয়ে কতগুলা শুকর চোখা দাঁত দিয়ে খুঁচিয়ে একটা মানুষ মেরে দিয়ে গেলো। কোন খবর নাই! বাঘ হতে যেয়ে সবাই পশু হয়ে গেলো নাকি?

:: আজব কথা ::
একদা এক “বাঘের বাচ্চা” নাকি এক শিক্ষার তীর্থস্থানে একাই একশো ধর্ষণ করেছিল। এবার ক্যান্টনমেন্ট এ। সারা দেশে তো এখনো প্রতিদিন হচ্ছেই, কিছু খবরে আসে, কিছু আসেনা, সরাসরি কবরে চলে যায়। নিজের গায়ে না আসা পর্যন্ত খেলা দেখে গান শুনে কবিতা পড়ে আকাশ দেখে বাতাস শুঁকে কাটালেও চলবে।

:: শেষ কথা ::
সব একসাথে মাথায় এসে সব এলোমেলো করে দিয়ে গেলে কিছুই ভালো লাগার কথা না, লাগছেও না। আশার কথা, একটু একটু করে সঠিক মানুষেরা নিজেদের যোগ্যতায় ঠিক জায়গায় বসা শুরু করছে, এক সময় হয়ত সব বদলাবে। দেখে যেতে পারলেই হয়…

স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা সকল বাংলাদেশী নাগরিক কে!

এলোমেলো বৃহস্পতিবার, কথাগুলো একবার পড়লে কিছুই বোঝা যাবেনা, আগেই বলে দিলাম!

শুভ সপ্তাহান্ত!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

বিপরীত বাক বলেছেন: নিজের
গায়ে না আসা পর্যন্ত খেলা দেখে
গান শুনে কবিতা পড়ে আকাশ দেখে
বাতাস শুঁকে কাটালেও চলবে।

ঠিক বলেছেন। এইহোক সকলের উন্নতির মূলমন্ত্র।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০

এনটনি বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.