নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

বছর কুড়ি পর... এই বৃহস্পতিবার!

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

স্রষ্টা আমার প্রতি খুব বেশিই দয়াবান! অদেখা না দেখা কিংবা অন্তঃপুরের সৌন্দর্য, যা মানুষ দেখার জন্য হা পিত্যেশ করে বেড়ায়, তিনি তাঁর অপার মহিমায় সেসব আমার দিকে তুলে ছুঁড়ে মারেন। আমি হাত দিয়ে ধরি, ধরতে না চাইলে গায়ে এসে আছড়ে পড়ে! আমি মানুষের আদরে বাঁদর, ভালোবাসায় স্নাত মানুষ!

আমার বান্ধবী বাসায় এসে গল্পচ্ছলে বলছিল, আমরা হচ্ছি পুরনো জেনারেশন এর লাস্ট ব্যাচ। আমাদের ধরণ, ধারণ, ধ্যান পুরনোদের মত, আবার নতুনদের সাথেও কেমন যেন। কথাটা ঠিক, আমার ছেলে আমার বাবা বা মা'র সাথে বসে টিভিতে যখন চুম্বন দৃশ্য দেখে, আমি অস্বস্তি বোধ করতে থাকি, দু'জনেরই সামনে আছি বলে! কিন্ত কোন অস্বস্তি ছাড়াই পিচ্চি পিচ্চি ভাই-বোনদের সাথে তুমুল আড্ডা দিলাম গতকাল, পাশে বড়-ভাই-বোন। সব আমার স্কুলের।

বাস্তবতায় যখন ফেরার সময় হলো, যাবার আগে বড় ভাই গাইছিলেন

"আলু বেঁচো ছোলা বেঁচো
বেঁচো বাকরখানি
বেঁচোনা বেঁচোনা বন্ধু
তোমার চোখের মণি"

তোরা, তোমরা আর আপনারাই আমার চোখের মণি, এই সম্পর্ক বেঁচা যায়না! এই সম্পর্কে ভালোবাসা আর আনন্দ, পাবার আর দিয়ে যাবার!
পথ চলতে ফেলে আসা পথের নতুন পথিকের গল্প কেমন, খুব জানতে ইচ্ছে করত। খুব সুন্দর সেই পথ, সেই পথিকেরা। এদের সাথে ফেলে আসা পথের কথা ভাবতে, গল্প করতে, বা এদের পথের চলা দেখার সাক্ষী হতেও কেমন যেন খুশি খুশি লাগে। শব্দটা আনন্দ, উচ্ছাস এর মত পোশাকি না, বহমান ঝর্ণার মত সাধারণ কিন্ত তীব্র..."খুশি"! এদের গল্প শোনানো, গান শোনানো আর চোখের সামনে যেন নিজেদের আবার বেড়ে উঠতে দেখা, সেই নীল-সাদা চিরচেনায়!

মরার সময় বলতে চাই "Did I entertain you?!"
আর সমস্বরে শুনতে চাই " Yes! You did!"

ঠিক ২০ বছর আগে, এই দিনে স্কুল ছাড়ার পরীক্ষা শুরু আমার। ঠিক একই আবেগে ভেসেছিলাম ২০ বছর আগে পুরো সপ্তাহ! আবারো বছর কুড়ি পেরিয়ে, শুধু বৃহস্পতিবার না, আবারও পুরো সপ্তাহটাই আবেগে ভালোবাসায় কেটে গেল, সেই চেনা জায়গায়, চেনা মানুষগুলোর সাথে।
এর রেশ থেকে যাবে বহুদিন, বহুবছর, হয়ত আজীবন।

শুভ সপ্তাহান্ত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.