নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ ১৪২৩ এর প্রথম বৃহস্পতিবার!

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

আমার সাড়ে তিন বছরের মেয়ের একটা নিয়মিত কার্যক্রম হলো এখন, গাঢ় করে লিপ্সটিক দিবে, এবং তা দিয়ে সে আমাকে চুমু দিবে। এ কারনে আমার মুখে হাতে, এবং কখনো কাপড়েও লিপস্টিক এর দাগ।
ফলাফল, আগে লিপস্টিক এর দাগ নিয়ে বাসায় ফিরতাম, এখন দাগ নিয়েই বের হই। আগে নিজের বৌ খোঁচাইত, এখন অন্যের বৌ'রা টিপ্পনি কাটে।

সে যাই হোক, বাইরে রেস্ট্যুরেন্টে বসে বা বাসায় ফিরে এই গরমে প্রায়ই মন হয়, এত গরম তো এদিকের আবহাওয়া না! আমার ছেলে এখনো বই খুলে সন্ধ্যায় জোরে জোরে পড়ে, "বাংলাদেশ নাতিশীতোষ্ণ ষড়ঋতু এর দেশ, এই দেশ গানের দেশ" আর ঘাম মুছে ফ্যানের নীচেও। বৈশাখী গরমে মাঝে মাঝে মনে হয়, ঢাকা শহরে গাছ লাগানোর যায়গা থাকলে মনেহয় বন্ধু বান্ধব নিয়ে শ' দুয়েক গাছ লাগিয়ে ফেলতাম। ৯০'র ফিকে হতে থাকা সবুজ ঢাকা টা'কে ফিরে পেতে খুব ইচ্ছে করে!

প্রায়ই বন্ধুদের সাথে দেখা হয় আজকাল! সবাই মনেহয় পুরনো দিন কে মনে করে চোখের কোনের পানি মনেই লুকায়। পুরনো বন্ধুদের আড্ডার দিনগুলোকেও ফিরে পেতে খুব ইচ্ছে করে।

আগামীকাল বন্ধুদের আড্ডা জমবে, অন্যের জামাই আর অন্যের বৌ'রা থাকবে! ভাবছি সেখানে এই গাছ লাগানোর ব্যাপারে কথা বলে দেখব। নিজেদের গরম নিজেদেরই কমাতে হবে! আর আমার মেয়ে বলেছে একটা গাঢ় রঙের পাঞ্জাবি পরে যেতে!

বৃহস্পতিবার টা আজ ছুটি, আজ একটা বৈশাখী ঝড় চাই! আশা করছি সবাই আনন্দ করে হাসি হাসি বাড়ী ফিরবে, ভুভুজেলার শব্দে কান্না চাঁপা দিয়ে নয়!

শুভ নববর্ষ ১৪২৩!

শুভ সপ্তাহান্ত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.