![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমাখোরদের বলছি: এইটা কিন্ত স্পয়লার!
আমার ছেলে তার পরিবার নিয়ে গেছিলো "ব্যাটম্যান বনাম সুপারম্যান : সুবিচারের সকাল" দেখতে! ব্যাপক পেরেশানিতে আছে সে এর পর থেকে। প্রথমেই সমস্যা হলো, ব্যাটম্যান এর জন্ম-বৃত্তান্ত দেখাইল, আর সুপারম্যান আক্ষরিকই আকাশ ফুঁড়ে বের হইলো কেন? আমি বলি, সুপারম্যান তো ভিনগ্রহের।
ছেলে বলে, "তাইলে ওর নীল ড্রেসের কাপড় কই থেকে পাইলো? লেক্স লুথার হিসুর মত চা দেখায়ে সবাইরে পুড়ায়ে দিল, সবাই মরে গেল কোর্টে, খালি সুপারম্যান মরেনা, কাপড়ও পুড়েনা, একটা দাগও লাগেনাই। এমনকি গায়েও লাগেনাই। এইরকম জামা জুতা ফায়ার ব্রিগেড পরলেই তো পারে। আমরাও পরি!"
আমি বলি, "সুপারহিরো, বুঝবিনা"!
ছেলের এইবারের বক্তব্য, লেক্স লুথার এর মত মাজুল ভিলেন, সাথে এক ভুত সামলাইতেই ৩ জন লাগছে, এই ব্যাটম্যানও মাজুল। আমি কইলাম, "না, এইটা সবাইকে নিয়ে মিলেঝুলে তো, একা মারলে কেমনে হবে?"
ছেলের কথা, "না, এই ব্যাটম্যান মাজুল, ইন্ডিয়ান নায়কদের মত শেভ করেনা। মুখোশ পরলেও সাদা-কালো দাড়ি দেখা যায়, আবার মাইর খায়ে মুখোশ ভাঙার পরে কেমন হিন্দী "কৃশ" এর মতন মাস্ক হয়ে গেছে(!)!"
আমি সাময়িক তব্দা খাইলাম। বললাম, "সেইটা একটু নতুনত্ব আনছে আর কি।"
ছেলের এবারের কথা হইল "লেক্স লুথার কি আরখাম এ থাকে? নাইলে ড্রেসে "১৮ টাকা" লেখা কেন!" (মুভি মোটামুটি পচে গেছে, এবার গন্ধ বের করবে!)
সুপারম্যান কে পিটায়া ফাডায়ালাইছে ব্যাটম্যান। কারন একটা বড় ট্রাকের চাক্কা বাইড়ায়া, টাইনা কান্ধে নিয়া দৌড়ায়া প্র্যাকটিস করছে ব্যাটম্যান, "রকি" এর মত! এরপর যখন সুপারম্যান মাইর খায়া মরে মরে, তখন জানা গেছে হিন্দী সিনেমার মত, সুপারম্যান আর ব্যাটম্যান দুইজনেরই আম্মুর নাম "মার্থা"! যাক...
"ব্রাদার ফ্রম এনাদার মাদার" সুপারম্যানের মা কে উদ্ধার করে ব্যাটম্যান ফিরতে ফিরতে এক ভুত মারতে ১০০ বছর বয়স্ক তন্বী তরুণী "ওয়ান্ডার ওম্যান" যখন স্বল্প বসনে আসে, সেইটা নাকি ঠিক জমেনাই। তবে ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে "আচ্ছা বাবা, তুমি তো ব্যাটম্যান, তোমার ওয়ান্ডার ওম্যান আর লোকজন কই"!
আশেপাশে বৌ আছে কি না দেখলাম, নাই, বললাম "বাবা বুকে আয়। ওয়ান্ডার ওম্যান আসবে, চুল-দাড়ি আরেকটু সাদা হোক"
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
এনটনি বলেছেন: ভাই, এইটা তো স্যাটায়ার
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ব্যটম্যান বনাম সুপারম্যানঃ ন্যয়বিচার এর উদ্ভব। এখানে সকাল নয়।