![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমান সাহেবের নাস্তার বাজেট প্রতিদিন ৩০০ টাকা। তিনি প্রতিদিন বাজারে যান, আধ পঁচা বা পোকায় ধরা আনাজ-পাতি কেনেন। ফিরে এসে রান্না হয়, এরপর খাওয়া।
এই ৩০০ টাকায় প্রতিদিন নাস্তা খায় প্রায় ৩৭ জন।
এই খবরটা জানি, আর দশটা খবরের মতই ফুল লতা পাতা পাখি রাজনীতি সমাজব্যবস্থা এর মত মাথা থেকে বের করে ঘুমিয়েছিলাম রাতে।
সকালে ফোন পেয়ে বিরক্ত হয়ে ফোন ধরলাম। 01923120096 থেকে ফোন, আমান সাহেবের। ভদ্রলোক কে চিনি বাল্যবন্ধু ব্যারিস্টার Adnan এর মাধ্যমে।
উনার বিশাল স্বপ্ন এখন। উনি ২ টা ইজি বাইক কিনবেন যার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। এই ইজি বাইক চালাবে উনার পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষকরাই। যে টাকা উঠবে, তা দিয়ে বাইকের খরচ চালিয়ে বেঁচে থাকার ব্যবস্থা হবে বাচ্চাদের। এই বাচ্চার সংখ্যাই ৩৭।
উনার স্বপ্ন শুনতে শুনতে আমার ঘুম এর বারোটা বেজে তেরোটা! এর পর পরই দিলাম বান্ধবীকে ফোন, সকালের আহ্লাদী গল্প ঠিক জমলো না, কানে বাজছে “শীত-গরম কোনভাবে সামলানো যায় ভাই, ক্ষুধার যে কষ্ট...”।
ঠিকই তো! কখনো কি কেউ বলতে পারে, দুদিন অনেক খেলে আর দুদিন না খেয়ে থাকলে "গড়ে ভালো খেয়েছি"?
এই পৃথিবীতে ক্ষুধা, আর ভালোবাসা, এর গড় হয়না।
আমার একটা জেদ চেপে গেছে এবার, ক্ষুধাকে ভালোবাসা দিয়ে জয় করার। ক্ষুধা টা আমানউল্লাহ'র ৩৭ টা বাচ্চার, যাদের কারো বাবা মা নেই, কারো বাবা মা থেকেও নেই।
আর ভালোবাসাটা আমার ও আদনান এর।
লোকটাকে একটু চমকে দিলে কেমন হয়? অজানা অদেখা ভালোবাসার একটা অন্যরকম রূপ আছে, আমি ওই বাচ্চাগুলোকে দেখাতে চাই সেটা। সপ্তাহে ৫০ টাকা বা মাসে ২০০ টাকা করে আমানউল্লাহ কে বিকাশ করে যদি আমরা সবাই টাকা পাঠাই, কেমন হয়?
কেমন হবে, যদি আমান উল্লাহ কে হঠাৎ সকালে ফোন দিয়ে এক ছুটির দিনে কয়েকজন দল বেঁধে ওর মোহাম্মাদপুর এর ঠিকানায় চলে গেলাম কিছু খাবার পানি মিষ্টি চকলেট নিয়ে? নাহয় ২-১ ঘন্টা দেখে আসলাম।
মানুষগুলো বাঁচার আনন্দ পাবে। জীবনে কত মানুষের চোখেই তো স্বপ্ন তৈরী করলাম। আরেকবার করা যায় না?
আমান সাহেব কে সাহায্য করা যাবে? ফোন করে "এন্টনি"র বন্ধু বললেই হবে। কারো আমার নামে আমার ওপর আপত্তি থাকলে "আদনান" এর বন্ধু বলে পরিচয় দিলেও হবে।
If you think you can or cannot, you are right.
"আমানউল্লাহ" জানেও না, ওকে কত আনন্দের দিন দিতে আসছি আমরা।
যোগাযোগ ও বিকাশের মাধ্যমে সাহায্য পাঠানোর জন্য নম্বর
আমানউল্লাহ
01923120096 (ব্যক্তিগত নম্বর)
বাইরে থেকে বা ব্যাঙ্কে সাহায্য পাঠাতে চাইলে
MODINATUL ULUM ISLAMIA MADRASAH AND ATIMKHANA
Islami Bank Bangladesh Limited
Krishi Market Branch
MOHAMMADPUR
DHAKA
A/C No: 13126
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার অাইডিয়ার সাথে সহমত। জি আমরা সবাই পারি সপ্তাহে কি মাসে একবার কিছু টাকা দিয়ে আমান সাহেবের অভুক্ত শিশুদের কিছু খাওয়াতে বা পরাতে।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭
এনটনি বলেছেন:
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
কালনী নদী বলেছেন: আমার একটা জেদ চেপে গেছে এবার, ক্ষুধাকে ভালোবাসা দিয়ে জয় করার। ক্ষুধা টা আমানউল্লাহ'র ৩৭ টা বাচ্চার, যাদের কারো বাবা মা নেই, কারো বাবা মা থেকেও নেই।
বিধাতা আপনার সহায় হোন ভাই! অনেক সুন্দর একটা উদ্যোগ, মন থেকে স্বগত জানাই আপনাকে!
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮
এনটনি বলেছেন: ধন্যবাদ ভাই।
পাশে থাকবেন
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
এনটনি বলেছেন: এটা মোহাম্মদপুরে অবস্থিত একটা এতিমখানা, এখানে 37 টা ছেলে-মেয়ে পড়ে এবং খাবার খায়। রাতে একটা ঘড়ে ছেলেগুলা গাদাগাদি করে থাকে। মেয়ে বাচ্চা গুলা আত্মীয়দের কাছে থাকে। এখানে ওরা বাংলা মিডিয়াম আর আরবী পড়ে