নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

সব পাগলামীর বৃহস্পতিবার!

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

আমার এক বন্ধুর গাড়ী করে আমরা প্রায়ই সপ্তাহান্তে ঘুরাঘুরি করি। গাড়ীটার সবই ঠিক আছে, হঠাৎ হঠাৎ ব্রেক টা কাজ করেনা। এছাড়া মাঝে মাঝে ইঞ্জিন গরম হওয়া আর শুধু গরমে এসি কাজ না করা ছাড়া ঝামেলা।নাই একদম।
মানে সবই ঠিক আছে, মাঝে মাঝে ঝামেলা!
তবু বন্ধুদের জন্য সে তার এই গাড়ী নিয়ে আসবে, আমরাও বন্ধুর জন্য সেই গাড়ীতেই ঘুরব।

আরেক বন্ধু, আবেগে পারলে কান্দায়! স্কুলের রি-ইউনিয়নে বন্ধুদের সাথে দেখা হওয়ার পর, আমার তোলা সেলফি নিয়ে বন্ধুদের জন্য টি-শার্ট বানিয়েছে। বন্ধুদের বুকের মাঝে রাখার এর চেয়ে আবেগী উপায় আর কেউ কখনো করে দেখিয়েছে কি না আমার জানা নেই!
থাকলেও, আমার জন্য কেউ করেনি।

আমার আনন্দের দিন শেষ হতে যাচ্ছে। কথা ছিল, বেকার দিনগুলি নিয়ে একটা গল্প ফাঁদব। গল্প ফাঁদা শেষ, এবার সবার পাতে বেড়ে দেবার পালা।

পয়লা মে, অর্থাৎ মে, ২০১৬ এর ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত "বেকারত্বের দিনগুলিতে প্রেম" পাওয়া যাবে প্রতিদিন ঠিক রাত ১০ টায়।

কি এক আজব বৃহস্পতিবার! একসাথে এতকিছু!
অপেক্ষায় থাকুন, হয়তো আপনার / তোমার / তোর সাথেই সেলফি তুলতে আসছি আমি, ব্রেক ছাড়া গাড়ী যার সামনে থামবে, ঠিক তার সাথেই!
হাতে আছে আর একটা মুক্ত সপ্তাহ!

শুভ সপ্তাহান্ত!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: উইকেন্ড।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

রাজীব বলেছেন: যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন!!
হ্যাপি উইকএ্যান্ড

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

এনটনি বলেছেন: যৌবন এই মধ্যবয়সেও চালিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায়

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.