![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো গাড়ীর ক্ষেত্রে, "ইঞ্জিন ওভারহলিং" বলে একটা ব্যাপার আছে। ইঞ্জিনের খুঁটিনাটি ধরে ধরে সাইজ করা হয়। এতে করে ইঞ্জিনের সাময়িক নন্দন বাড়লেও, আদতে বুঝা যায় যে ঘন্টা বাজার সময় হয়ে গেছে।
মাঝে কিছুদিন আমার বন্ধু এবং আত্নীয় মহল, বিশেষ করে যাঁরা ফেসবুকে আছেন, খুবই চিন্তায় ছিল আমার কার্যকলাপ নিয়ে। এর মধ্যে কেউ করে বিলাপ, কেউ বকে প্রলাপ, কেউ দেয় ঝাড়ি, কেউ দেয় গালী।
কেউ কেউ করুনাও করেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেকে হিংসা করেছে। সবকিছু মিলিয়ে একটা দুরন্ত সময় পার করলাম প্রায় মাসখানেক হবে, বা তারও বেশি সময়। আমার এক বড় ভাই বলে, জীবন টা রিনিউ করে নিলি, আমার মতে, আমি একটা রিস্টার্ট দিলাম জীবনের।
এই ক'দিন খুব নিয়মিত যে কাজ টা করতাম, বন্ধুদের সময় দিতাম, ঘুরে বেড়াতাম। অনেক বছর পর রাতের ঢাকা ঘুরে বেড়াতাম। রাতের ঢাকার সৌন্দর্য আর নোংরা কালো দিক, দুইই দেখেছি আবার। এই রাতে একা পথে কি ব্যাথা সাথে নিয়ে আঁধারে দিকে এক পা এক পা করে হেঁটে যাওয়া মানুষকে ফেরাবার শক্তি থাকলেও, সাহসে কুলায়নি আমার, পাছে লোকে কিছু বলে! অপরাধবোধ থেকে যাবে অনেকদিন। এরপর ভুলে যাব, অন্য গানের সুরে গলা মেলাতে মেলাতে মনেই থাকবেনা।
আগামী কিছু বৃহস্পতিবার হয়ত এই রাতের লেখাগুলোই ঘুরে ফিরে আসবে, সব বৃহস্পতিবার "এই রাতে চাঁদ ছিল পূর্ণিমা" না খোঁজাই ভালো। কিছু বৃহস্পতিবার আমাবস্যার!
আসলেই যদি জীবনটা একবার "ওভারহলিং" করা যেত!!
শুভ সপ্তাহান্ত!
©somewhere in net ltd.