নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

রাতের ঢাকা : পর্ব ১

১৭ ই মে, ২০১৬ রাত ৯:১৫

ঠিক এক ঈদের আগে দিয়ে এল.আর.বি এর এলবাম বের হলো, যেটায় "ঘুমন্ত শহরে" গানটি ছিল। প্রায় কাছাকাছি সময়েই আইয়ুব বাচ্চুর আরেকটা গান সলো হিসেবে বের হয়েছিল "এই শহর এখন ঘুমিয়ে গেছে"...
ঢাকা কি আসলেই ঘুমায়? সবাই কি ঘুমাতে পারে?

গত দু'মাস প্রায় পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছি। রাতের বেলায়। রাত ১১ বা বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত।
তেমনি এক রাতে....
_________________________________________
সামাজিক যোগাযোগমাধ্যমের বড় কুফল হলো, অনেক অনেক অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মাথা ভরে থাকে।

কেউ জানে, কুকুর কিভাবে নিজেদের এলাকা ভাগ করে? উত্তর হলো, মূত্র দিয়ে। মূত্রবিসর্জন দিয়ে এলাকার বাউন্ডারি আঁকে ওরা, এরপর এই অর্জন টিকিয়ে রাখে বিভিন্ন গর্জনের মাধ্যমে!

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর মারা গেছে ক'দিন আগে। মৃত্যুকালে উনার বয়স ছিল ৩০ বছর। এই জীবদ্দশার মেয়াদ মানুষের জীবনের ২০০ বছরের সমান!

এইসব আজব তথ্য দিয়ে মাথা ভরার আদৌ কোন দরকার আছে?

শুধু শুধু এসব কুকুরের আলোচনা করে, আর আশে পাশে ঘেউ ঘেউ শুনতে শুনতে রাত ভোর হয়ে গেল!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.