নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনটনি

শুধু দেখে যাচ্ছি। চাকরি করি। খাই, ঘুমাই আর দেখি। একদিন কিছু করবো। লোক খুজছি

এনটনি › বিস্তারিত পোস্টঃ

রাতের ঢাকা – বৃহস্পতিবার : পর্ব ২

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:১৪

ঠিক এক ঈদের আগে দিয়ে এল.আর.বি এর এলবাম বের হলো, যেটায় “ঘুমন্ত শহরে” গানটি ছিল। প্রায় কাছাকাছি সময়েই আইয়ুব বাচ্চুর আরেকটা গান সলো হিসেবে বের হয়েছিল “এই শহর এখন ঘুমিয়ে গেছে”…
ঢাকা কি আসলেই ঘুমায়? সবাই কি ঘুমাতে পারে?

গত দু’মাস প্রায় পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছি। রাতের বেলায়। রাত ১১ বা বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত।
তেমনি এক রাতে….
_________________________________________

সেই রাতে বেরিয়েছি বন্ধুরা, সাথে একটা গাড়ী আছে, এসির বাতাস গরম বের হয় আর ব্রেকটা হঠাৎ হঠাৎ ধরেনা। এছাড়া তেমন সমস্যা নেই। মগবাজার থেকে নাজিরাবাজার তেহারি খেয়ে পলাশী মোড়ে জ্যুস খেয়ে মিরপর যাচ্ছি চা খেতে, রাত দ্বিপ্রহর পেরিয়ে গেছে। যে বন্ধুটা গাড়ী চালাচ্ছে সে রাতে একটু কম দেখে, আর ফাকা রাস্তায় ঠিক রাস্তা চিনতে পারেনা। আরেকটা ঝামেলা হলো, রাস্তা চেনার আগেই গাড়ী টান দেয়, দেখা যায় যে রাস্তায় যাবার কথা সেটা পেরিয়ে গেছি।
আড্ডা চলছে, আলোচনার বিষয়বস্তু “স্তন্যপায়ী প্রাণী”
– জানোস দোস্ত, সব স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মিল কই?
“না জানিনা! কই?”
– সব স্তন্যপায়ী প্রাণীর বিচি থাকে!
“যা ব্যাটা, কি কস? তাইলে হাতী আর তিমি মাছেরটা কই”
আসলেই তো, ওদেরটা কই? গুগল তেমন সাহায্য করতে পারলনা। মিরপুর চিড়িয়াখানা গেলাম, মাহুতও জানেনা। তিমি কোথায় পাওয়া যাবে কেউ জানেনা!
লেগে গেল ঝগড়া, তাই আপাতত মারামারি লাগার আগে নিজেদের স্তন্যপায়ী অস্তিত্ব রাখতে বাড়ী ফিরে গেলাম।

আচ্ছা, আসলেই, হাতী আর তিমির… কই?
এই সপ্তাহান্তে খুঁজতে হবে!

শুভ সপ্তাহান্ত!

#রাতের_ঢাকা_ঢাকার_রাত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.