![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
বসে আছি একা একা
প্রতীক্ষায়,
তুমি আসবে মেঘের দুয়ার
খুলে,
ঝরবে ব্ষ্টি হয়ে আমার
শরীরে,
ছুঁয়ে দেবে আমায়
নিঃস্বার্থ
ভালোবাসায়,
তাই আমি আজ
বসে আছি প্রতীক্ষায়।
তুমি আসবে আমার
কাছে স্বর্গের
রাস্তা ধরে,
বসে আছি সেই
প্রতীক্ষায় শান্ত নদীর
ধারে,
ফুলে ফুলে সাজানো নৌকা
অপেক্ষায় বাঁধা তীরে,
তুমি আসবে-
ভাসবো সেথায় তোমার
হাতটি ধরে।
আজ বসে আছি একা আমি
আকাশপানে চেয়ে,
হয়তো তুমি আসবে কোন
অচেনা পাখি হয়ে,
আমার পরনে নীল
শাড়ি,ব্যাথিত নীল মন,
ভালোবাসার একরাশ
রং নিয়ে জানিনা আসবে
কখন,
আমি আমার
ক্যানভাসে তোমায়
আঁকি সাতরঙে রঙিন,
সকল রঙে সাজাই
আমি তোমায় সারাদিন,
নিঃসঙ্গ আমি হাত
বাড়িয়ে তোমার
প্রতীক্ষায়,
তুমি এসো,এই
হাতটি ধরে পূর্ণ
করো আমায়।
©somewhere in net ltd.