![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
তুমি আসবে কি?
বৃষ্টি হয়ে আমার জানালার পাশে?
অনুভবে দেখব তোমায় নিবিড় স্পর্শে-
আসবে কি আমার আকাশে?
সাদা মেঘের ভেলা হয়ে?
তোমার সঙ্গে মন ভাসাব আজ।
এসোনা রঙিন তিতলী হয়ে
আমার মনের ছোট্ট বাগানে,
হারাবো আজ তোমার রঙে আনমনে।
আসবে কি নির্ঘুম কোন রাত হয়ে?
জোনাকির আলোয় ফুল ফুটিয়ে?
নাকি আসবে কোন কবিতা হয়ে?
মনের খাতায় লিখব তোমায়-
এসো তুমি অন্যরকম রূপে,
হারাবো আমি তোমার মায়ায়,
একাকীত্বের নিশ্চুপ সময়ে,
মন ভুলাতে আসবে কি?
©somewhere in net ltd.