![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
মাঝে মাঝে ভীষণ অন্য রকম লাগে,জানো?
তোমার ঐ স্বচ্ছ চোখের মাঝে লুকিয়ে থাকা সমুদ্রে সাঁতার দিতে ইচ্ছে হয়।
তোমার এলোমেলো চুলে হাত বুলিয়ে দিতে গিয়েও থেমে যাই,
হয়তো কিছুটা দ্বিধা,কিছুটা সংশয়।
নিশ্চুপ বসে থাক,
দূর সবুজের দিকে চেয়ে কি এত ভাবো তুমি ?
তোমার হাসির ভাঁজে ঐ সবুজের সব মায়া খেলা করে,আনমনে দেখি আমি।
তোমার গিটারের সুর ঐ মিষ্টি পাখিকেও হার মানায়,
তোমার গান আর দখিনা বাতাস মিলেমিশে একাকার হয়।
ঐ বিশাল আকাশও ক্ষুদ্র যেন তোমার হৃদয়ের বিশালতার কাছে,
প্রকৃতির সব মায়াকে তুচ্ছ করে নিজেকেও হারাই তোমার মাঝে।
©somewhere in net ltd.