| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাশরুমা ইমরোজ
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
আমার নীল মলাটের ডায়েরীটার সবই শূণ্য পাতা,
আমার বড্ড অলস কলমখানা পায়না খুঁজে কথা।
আমি এত ভেবেও মনের কথা মনেই থেকে যায়,
আমার এত আপন ডায়েরীটা একলা পড়ে রয়।
নীল মলাটের ডায়েরী,তোর কিসের এত ব্যাথা?
আমি লিখতে বসে সুখের কথা লিখি দুঃখের গাঁথা।
তুই নীল বলে কি আমার জীবন রঙিন হতে নেই?
নাকি চাস আমার দুঃখ সবই তোকে দিয়ে দেই?
নীল মলাটের ডায়েরী,তুই ভীষণ ভালোবেসে,
আমার দুঃখ সুখের জীবনটাতে থাকিস সদা পাশে।
©somewhere in net ltd.