![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
ইচ্ছে করে হেঁটে যাই
কোনো এক অচেনা পথ
ধরে,
গোধুলীর রঙ
যেখানে শেষ
হয়, ঠিক ততোটা দূরে।
হয়তো দেখবো এক ঝাঁক
রঙ্গিন পাখির ব্যস্ত
নীড়ে ফেরা,
ঝড়ো হাওয়ার
মতো আসবে তোর
স্মৃতি-
আমাদের ছোট নীড়,
বুনোলতায় ঘেরা।
ভেবেছিলাম
একটুকরো আকাশ দিব
তোকে,সাথে এক
ফালি চাঁদ,
তোর মনের মেঘ এসে সব
ঢেকে দিয়ে গেলো।
ভেবেছিলাম একরাশ
সাদা ফুল দিব, শুভ্রতায়
ছেয়ে যাবি,
পারিনি দিতে,
তোর ওই শান্ত
দৃষ্টি আমায়
থামিয়ে দিলো।
জানিনা কখনো ভালবেসেছিলি কিনা,
হয়তো শুধু অভিনয়,
সেই
প্রিয় গান, আর কিছু
কবিতা,ভুল ছাড়া
কিছু নয়।
২| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:০৮
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৪
বকুল০৮ বলেছেন: জানিনা কখনো ভালবেসেছিলি কিনা,
হয়তো শুধু অভিনয়,
সেই
প্রিয় গান, আর কিছু
কবিতা,ভুল ছাড়া
কিছু নয়।
...............।
ভালো লাগা রইল।