![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
নদীর কাছে প্রশ্ন করেছিলাম,
কোথায় পেল সে এত জল?
সব কি সাগরের করুণা?
নাকি কোন নিভৃত তীরে বসা
ব্যার্থ প্রেমিকের বিশর্জিত অশ্রু?
উত্তর পাইনি,আপন ধারায় বয়ে গেছে নদী।
আকাশকে শুধালাম একদিন,
কে দিল এত মেঘ?
সব কি প্রকৃতির দান?
নাকি কোন অভিমানী প্রেমিকার
সব কষ্ট জমে বাসা বেঁধেছে ওখানে?
আকাশও নিরুত্তর,জানতে পারিনি কিছুই।
গোধুলীকে বলেছিলাম,
কোথায় পেলে অমন আলো?
সূর্য থেকে ধার করেছো?
নাকি কোন লাজুক মেয়ের
সদ্য ফোটা প্রেমের আলো
তোমার কাছে লুকিয়ে রেখেছে?
শান্ত গোধুলী কিছু না বলে বিদায় নিয়েছে।
কৌতুহলী আমি একরাশ প্রশ্ন নিয়ে হেটে যাই,
হঠাৎ থমকে ভাবি,
সত্যিই কি এসবের উত্তর আছে?
নাকি উত্তর মিশে আছে নিরুত্তর নিরবতায়?
©somewhere in net ltd.