![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
তোর জন্য
একটা কবিতা লিখতে চেয়েছিলাম,
তোর চোখের মতো শান্ত
কবিতা নয়,
উথাল-পাতাল প্রেমের
কবিতা,
বুকের মাঝে ঝড় তোলার
কবিতা।
একটুকরো কাগজ আর নীল
কালি-
এই ছিল আমার কাছে,
তা-ই
নিয়ে লিখতে বসেছিলাম
তোর জন্য,
নীল রং এর কষ্ট দিয়ে নয়,
নীলকন্ঠ পাখির মতো চঞ্চল
একটা কবিতা।
মাঝপথে হারিয়ে গেলি তুই,
তবে আজও আমি তোর জন্য
লিখতে বসি,
একটুকরো কাগজ আর নীল
কালি-
এখনো সঙ্গী আমার,
তোর মুখ মনে ভাসে,
ধীরে ধীরে ঝাপসা হয়
তোর স্মৃতি,
তবু আজও
আমি লিখতে বসি-
তোর জন্য একটা অসমাপ্ত
কবিতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
িনর্বাক বলেছেন: হুমমমম............দারুন