নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

দূরের জার্নি আমার

সচরাচরই ভাল লাগে।আর

এখন তো এটা একটা রুটিন

হয়ে গেছে-ছুটি পেলেই

বাসায় যাওয়া আবার

ক্যাম্পাস খুললে ফিরে আসা।

দুই

ঘন্টার এই বাস

জার্নি আসলেই অন্য রকম।

এখানে অনুভূতির পরিবর্তন

হয়,ইয়ারফোনে বাজতে থাকা গানগুলোর

পরিবর্তন হয়,তবু গন্তব্য

পরিবর্তন হয়না। বাসের

জানালা দিয়ে দেখতে থাকা দৃশ্যগুলোর

পরিবর্তন হয়না,তবু প্রতিবারই

নতুন লাগে। সাথে থাকে নতুন

নতুন অনুভূতির সংযোজন।

কখনো ঠোঁটের

কোণে থাকে একটুকরো হাসি,কখনোবা চোখের

কোণে জল।প্রিয়

মানুষগুলোর

স্মৃতি নিয়ে অবিরাম এই

ছুটে চলা।

সাথে থাকে চোখ

পুড়ানো সুন্দর প্রকৃতি-

উপরে ছবির মত সুন্দর আকাশ

আর নিচে সবুজের

মাখামাখি। এর মাঝে হয়ত

সুন্দর কোন স্বপ্ন দেখি- দুরের

ঐ গ্রামে সবুজের

মাঝে আমার ছোট্ট

একটা ঘর,যেখানে টীনের

চালে শোনা যায় বৃষ্টির

গান।

যেখানে সকালে মিষ্টি কোন

নাম না জানা পাখির

ডাকে ঘুম ভাঙ্গে,ঘর

থেকে বের

হলে বাহারী ফুলের

গন্ধে নেশা ধরে যায়।

যেখানে আঙ্গিনার

সামনে থাকে ছোট্ট

পুকুর,সেই

পুকুরে ভাসে রক্তলাল

শাপলা।দিনান্তে ঐ

পুকুরপাড়ে চলে প্রিয়

মানুষটার ফিরে আসার

অপেক্ষা।

ঘরে ফেরা ক্লান্ত

দু'টি চোখের গভীর

ভালবাসার

চাউনি বলে দেয়,হ্যাঁ,স্বর্গ

এখানেই! তবে আমাদের ইট

পাথরের শহুরে জীবনে এই

মোলায়েম

স্বপ্নগুলো চাপা পরে ইট

পাথরের নিচে। তবু

কিছুটা সময়ের জন্য সব

ভুলে স্বপ্নাবিষ্ট হতে ভাল

লাগে।দুই ঘন্টার এই

পথচলা আসলেই অনেক ভাল

লাগে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

কলমের কালি শেষ বলেছেন: এইটা কি লিখলেন !! গদ্যকে কবিতার মত । কোন টাইটেল নেই !!

লেখাগুলো চমৎকার । একটা টাইটেল দিয়ে গদ্য আঁকারে লিখলে অনেক সুন্দর লেখা হত ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

িনর্বাক বলেছেন: হুমমমম..............সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.