নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ভাঙ্গাগড়া

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

কিশোরীর বেলা যেত

স্বপ্ন দেখে,

নদীর স্বপ্ন,পাখির স্বপ্ন,

ফুল আর টিনের

চালে বৃষ্টির স্বপ্ন,

সময়ের

ভাঁজে ভাঁজে চলে স্বপ্নের

অন্বেষণ।

আসে ঝড় একদিন-

ভাঙ্গে সব।

কাচের

চুড়ি ভাঙ্গে,কিশোরীর

স্বপ্ন ভাঙ্গে।

বহু দিন কাটে,রাত পেরোয়,

কিশোরী একা চলে,স্বপ্নহীন

কঠিন পথে।

সময়ের চাকা ঘুরে তার

রমণী হওয়া।

তবু নেই কোন প্রতীক্ষা,

রমণী একা চলে,স্বপ্নহীন

কঠিন পথে।

অতঃপর

ঘোড়া ছুটিয়ে এসে কোন

তৃষ্ণার্ত সৈনিক

চেয়েছিল জল রমণীর

কাছে,

রমণী তাকে দিয়েছিল

প্রশান্তির জল।

বিনিময়ে নিয়েছিল

মায়া,

সৈনিকের ক্লান্ত চোখের

মায়ায় বাধা পড়ে সে।

আর একবার ভুল করে,

আরো একবার স্বপ্ন দেখে।

বেশিকিছু চায়নি তবু,

চেয়েছিল একটুকরো আকাশ,

যেখানে উড়াতো স্বপ্নের

ঘুড়ি।

পেয়েছে একটুকরো মেঘ,

এখন

তারা ক্ষণে ক্ষণে অশ্রু

হয়ে ঝরে।

কিছু স্বপ্ন চাইতে গিয়ে

পেয়েছে কিছু নির্ঘুম রাত।

চেয়েছিল

কাঠগোলাপ,পায়নি কিছুই।

তার হাত রিক্ত রেখে

দূর পথে সৈনিকের

চলে যাওয়া,

সিক্ত চোখে দেখে রমণী।

সাথে থাকে শুধু মায়া।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: জীবনচক্র কাব্য ভালো লাগলো +

ভালো থাকবেন :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লিখেছেন । ভাললাগল পড়ে ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

আসাদ ইসলাম নয়ন বলেছেন: সুন্দর হয়েছে ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.