![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
সারাদিনের
অট্টহাসি,ভালো থাকার
অভিনয়,
একলা রাতে তার চূর্ণ হয়
সব,
এখন তার শূণ্য আঁধার
আকাশ,
এখন তার চোখে শ্রাবণ,আর
ভেজা বালিশের পাশ।
তবু সে ঘুমিয়ে পরে - স্বপ্ন
খোঁজে।
রাত্রি,তুমি নিরব হও,তার
স্বপ্ন ভেংো না।
রাত্রি,তুমি আদর হও,
মায়ের নরম কোল হও।
রাত্রি,তুমি ঘুমপরীদের
গান হও,
একলা মেয়েটির
স্বপ্নভেজা চোখের গভীর
ঘুম হও।
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
িনর্বাক বলেছেন: হুমমমমমমমমমমমম...........।
সারাদিনের
অট্টহাসি,ভালো থাকার
অভিনয়,
একলা রাতে তার চূর্ণ হয়............
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
আসাদ ইসলাম নয়ন বলেছেন: চমৎকার কবিতা ।