নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৩

এবার ঈদের
ছুটিতে বাড়ি ফেরার
পথে আমি আর সাথের
ফ্রেন্ডটি ক্যাম্পাস আর
প্রিয় জায়গাগুলোর গল্প
করছিলাম। তখন এক মূহুর্তের
জন্য
চমকে উঠে ভেবেছিলাম,এই
জায়গাগুলোকে মিস
করবো না তো?
ফেসবুকে অনলাইন হয়ে যখন
দেখলাম প্রিয় কোন
ফ্রেন্ডের উদ্বিগ্ন প্রশ্ন
'কতোদূর?',তখনও
মনে হয়েছিল এদের মিস
করবো না তো?
তারপর বাসায়
এসে সারাদিন আব্বু আম্মুর
এতো এতো আদর যত্ন
নিয়ে,তাদেরকে খুব
করে জ্বালাতন করে,দিনভর
কার্টুন দেখে আর গল্পের বই
পরে রাতে যখন
শান্তিতে ঘুমাতে যাই-
নিজের মনেই
থমকে দাঁড়াই।
হ্যাঁ,আমি মিস করি!
একটা অচেনা শহর,বিশাল
একটা ক্যাম্পাস,কিছু
প্রিয়মুখ ঠিক কখন
থেকে অনেক আপন
হয়ে যায় এই প্রশ্নের
উত্তরটা অজানাই
থেকে যায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৫

এহসান সাবির বলেছেন: চালিয়ে যান।

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি দেখি প্রায়ই শিরোনাম দেন না !!

ঈদের শুভেচ্ছা :)

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৫

মাশরুমা ইমরোজ বলেছেন: এহসান সাবির ধন্যবাদ :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭

মাশরুমা ইমরোজ বলেছেন: অপূর্ণ রায়হান ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.