![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
ভীষণ একলা কোন বিকেল ছিল,
শান্ত নদীর ধারে সবুজ ঘাস-
সেই ঘাসে তার নীল শাড়ির আঁচল
হয়েছিল আরেকটা অন্য আকাশ।
নদীর জল ছুঁয়েছিল তার নুপুরপরা পা।
সে এক অন্যরকম বিকেল ছিল!
একাকী নীলকন্ঠ পাখিটি দূর পথ পেরিয়ে
রাস্তা ভুলে বসেছিল বাবলার ডালে।
একলা মেয়েটি আর সেই পথভোলা নীলকন্ঠ পাখিটি-
দু'জনের চোখেই ছিল শূণ্য চাউনি।
তবে কি দু'জনেই ঠিকানা হারিয়েছিল?
নাকি হারিয়ে ফেলেছিল প্রিয় কোন সঙ্গী?
পাখিটি আর মেয়েটি কি বন্ধু হয়েছিল?
অন্যরকম সেই গল্পটি আর জানা হয়না।
২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পাঠে ভাল লাগলো ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
িনর্বাক বলেছেন: দারুন
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
অপূর্ণ রায়হান বলেছেন: সেই ঘাসে তার নীল শাড়ির আঁচল
হয়েছিল আরেকটা অন্য আকাশ।+
সুন্দর ।
ভালো থাকবেন