![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
একদিন তো চলেই যাবো -
দেখবিনা আর তোর প্রভাতে
আলোর মাঝে আমার ছায়া।
খুঁজবিনা আর বিকেলবেলায় পুকুরঘাটে
জলের মাঝে আমার ছবি।
তবুও আমায় ভুলবিনা তুই!
আমার সবতো তোরই নামে,
লিখা আছে পদ্মপাতার সবুজ খামে।
আমার আকাশ,একফালি চাঁদ,
প্রজাপতির ডানার উপর
কল্পনাতে মিশিয়েছিলাম যতটা রং,
সবটাই তোর - তবুও কি ভুলবি আমায়?
ভুলিস নাহয় ইচ্ছে হলে,
যত্ন করে সবটা ভুলিস।
হঠাৎ কোন বর্ষাদিনে
কাচের চুড়ি ভাঙ্গার মতো
আওয়াজ তুলে বৃষ্টি এলে
একবারও কি আমার কথা পরবে মনে?
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬
মাশরুমা ইমরোজ বলেছেন:
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো বিদায়ী কাব্য ।
শুভেচ্ছা নিবেন
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৩
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগলো ।