![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
আর একবার আমার বন্ধ দরজার ওপাশে এসে দাঁড়ালে তুমি,
কড়া নাড়োনি - তবু তোমার অস্তিত্ব বুঝতে দেরি হয়না মোটেও।
আগের মতোই সাদামাটা তুমি দাঁড়িয়ে আছো দরজার ওপাশে,
হাতে জীবনানন্দের একখানা বই।
"বইটা ফেরত দিতে এলাম" -
আমার জিজ্ঞাসু দৃষ্টির সামনে সোজাসাপ্টা উত্তর তোমার।
আমার বলতে ইচ্ছা হয়,
"আর স্মৃতি গুলো? সেগুলো কি ফেরত নেবে?"
সন্ধ্যা যখন আসি আসি হতো
বাবলা গাছে হেলান দিয়ে তুমি
এই বই এর কোন কবিতা পড়ে শুনাতে আমায়,
আমিও ঘাসের উপর বসে মুগ্ধ হয়ে শুনতাম।
সন্ধ্যাতারার অপেক্ষায় বসে থাকতাম কখনো,
সেইসব দিন ফিরিয়ে নেবে?"
তোমাকে বলা হয়না কিছুই,
দরজার ওপাশ থেকে তোমার চলে যাওয়া দেখি!
০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
মাশরুমা ইমরোজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪
এহসান সাবির বলেছেন: তোমাকে বলা হয়না কিছুই......